Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খেজুরি তে তৃণমূলের হার্মাদ মুক্ত দিবস পালন করলেন

খেজুরি তে তৃণমূলের হার্মাদ মুক্ত দিবস  পালন করলেন

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী বিধানসভা কেন্দ্রের কলাগেছিয়া অঞ্চলের ঘোলাবাড় মাঠে তৃণমূল কংগ্রেসের অাহ্বানে হার্মাদ মুক্তি দিবস উপলক্ষে জনসভা অায়োজিত হয়। জনসভা কার্যত জনজোয়ারের রূপ নে…

 


খেজুরি তে তৃণমূলের হার্মাদ মুক্ত দিবস  পালন করলেন



পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী বিধানসভা কেন্দ্রের কলাগেছিয়া অঞ্চলের ঘোলাবাড় মাঠে তৃণমূল কংগ্রেসের অাহ্বানে হার্মাদ মুক্তি দিবস উপলক্ষে জনসভা অায়োজিত হয়। জনসভা কার্যত জনজোয়ারের রূপ নেয়।সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ডাঃ পার্থ প্রতিম দাস। সভায় বক্তব্য রাখেন রাজ্য সরকারের সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র, মৎস্য মন্ত্রী অখিল গিরি, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ মাইতি, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর,প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, বিধায়ক ফিরোজা বিবি, বিকাশ বেজ, কাজল বর্মন, জেলা কর্মাধ্যক্ষ স্বপন দাস,সেক অানোয়ার উদ্দিন, হাবিবুর রহমান , শশাঙ্ক জানা,বিমান নায়ক, দেবাশীষ দাস, শ্রাবণী মাইতি, অসীম মন্ডল,ইয়াসিন অালি,পরমেশ্বর মন্ডল,সমর শঙ্কর মন্ডল,অমিতাভ দাস,স্বপন দাস প্রমুখ নেতৃবৃন্দ। সেচমন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী র বিরুদ্ধে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি ও নতুন করে সিপিঅাইএম হার্মাদের জড়ো করে খেজুরী সহ সমগ্র পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত অাছেন বলে অভিযোগ করেন। মৎস্য মন্ত্রী অখিল গিরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে নব্য হার্মাদদের মধ্যমণি বলে অভিহিত করে বলেন বিগত দিনে খেজুরীর মানুষ সিপিঅাইএম হার্মাদদের প্রতিরোধ করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। সেইসব  সিপিঅাইএম হার্মাদ রা বিজেপির জার্সি গায়ে দিয়ে খেজুরী, ভগবানপুর সহ সমগ্র জেলাকে অশান্ত করার চক্রান্ড করছেন।সর্বস্তরের মানুষকে বিজেপির মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। অধ্যাপক জ্যোতির্ময কর বিজেপির নামক জোঁকের বিরক্ত নুন দেওয়ার কথা বলেম।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুন হোসেন বিগত ২৪ শা নভেম্বর, ২০১৯ সালে সিপিঅাইএম হার্মাদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে নিয়ে সন্ত্রাস প্রতিহত করার সংগ্রামের স্মৃতিচারণ করে নতুন করে সন্ত্রাস সৃষ্টি কারী চক্রান্ত প্রতিহত করার অাহ্বান জানান।

No comments