জেলাশাসক অফিসের সামনে বিক্ষোভ দেখায় পূর্ব মেদিনীপুর জেলা সরকারি কর্মচারী ফেডারেশন কর্মচারীরানন্দীগ্ৰাম-১ ব্লকের সহ-কৃষি অধিকর্তার অফিসের AEO বিদ্যুৎ বরণ মন্ডলের নিগৃহীত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দা…
জেলাশাসক অফিসের সামনে বিক্ষোভ দেখায় পূর্ব মেদিনীপুর জেলা সরকারি কর্মচারী ফেডারেশন কর্মচারীরা
নন্দীগ্ৰাম-১ ব্লকের সহ-কৃষি অধিকর্তার অফিসের AEO বিদ্যুৎ বরণ মন্ডলের নিগৃহীত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শ্যামল পট্টনায়কের উপস্থিতিতে হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলা তমলুক জেলাশাসক অফিসের সম্মুখে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। এ দিন জেলা সভাপতি শ্যামল পট্টনায়ক বলেন। সারা জেলাজুড়ে কৃষিঅধিকর্তার কর্মচারীদের যেভাবে হেনস্তা হতে হচ্ছে, তাঁর প্রতিবাদ জানিয়ে সারা জেলাজুড়ে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হচ্ছে। জেলার কৃষি দপ্তরের কর্মচারী নিরাপত্তা প্রদানের আবেদনও রাখেন তিনি । জেলাশাসক অফিসের সামনে বিক্ষোভ দেখায় পূর্ব মেদিনীপুর জেলা সরকারি কর্মচারী ফেডারেশন কর্মচারীরা।
No comments