গ্রামে গ্রামে তৈরি হবে পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি - শুভেন্দু অধিকারী মঙ্গলবার নন্দীগ্রামের জানকীনাথ মন্দির সংলগ্ন মাঠে ধিক্কার সভায় যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে…
গ্রামে গ্রামে তৈরি হবে পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি - শুভেন্দু অধিকারী
মঙ্গলবার নন্দীগ্রামের জানকীনাথ মন্দির সংলগ্ন মাঠে ধিক্কার সভায় যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ১৫ ডিসেম্বর থেকে চার দিন নন্দীগ্রামের গ্রাম গুলিতে গ্রাম চলো অভিযানের মধ্য দিয়ে পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হবে। কারণ পুলিশ গ্রামে গিয়ে বিজেপি কর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে। পুলিশকে উদ্দেশ্য করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছে বলে নন্দীগ্রামের গ্রামের মানুষের সঙ্গে যা খুশি করবেন তা শুভেন্দু অধিকারী জীবন থাকতে মেনে নেবে না। প্রসঙ্গত ২৬ নভেম্বর হরিপুরের কিষাণ মান্ডিতে স্থানীয়দের গন ডেপুটেশন দেওয়ার সময় উত্তেজনা তৈরি হয়। কৃষি আধিকারিককে মারধরের অভিযোগ ওঠে। এরপর পুলিশ বিজেপি নেতা মেঘনাথ পাল সহ সাতজনকে গ্রেফতার করে। তারই প্রতিবাদে এই ধিক্কার সভা। নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বদেশ রঞ্জন দাস বলেন ধিক্কার যদি জানাতে হয় তাহলে শুভেন্দু অধিকারী কে ধিক্কার জানাতে হয়। গ্রামে গ্রামে পুলিশি সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের নামে নিজেই গুন্ডারাজ শুরু করতে চাইছে। তিনি আরো বলেন নন্দীগ্রামের ধিক্কার দিবসে মানুষ তার পাশে নেই।
No comments