Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ বিজেপির বিক্ষোভ

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার বিকেলের ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানার সামনেই। ঘটনা প্রকাশ্যে আসার …

 






 রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার বিকেলের ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা থানার সামনেই। ঘটনা প্রকাশ্যে আসার পর সোচ্চার হয়েছেন এলাকার বিজেপি নেতৃত্বরা।

ঘটনার জেরে পূর্ব মেদিনীপুর জেলায় নতুন করে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে মারিশদা থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে৷ যদিও এবিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির স্থানীয় নেতৃত্বরা অবশ্য পরিস্থিতির জন্য পুলিশি গাফিলতির অভিযোগ তুলেছেন।

সূত্রের খবর, ত্রিপুরায় তৃণমূল যুবা নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে কাঁথিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঠিক ওই সময় কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর গাড়ি বিক্ষোভকারীদের মুখে পড়ে গেলে বিরোধী দলনেতার গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ৷ এমনকি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে অশ্লীল ভাষায় কটুক্তি করারও অভিযোগ উঠেছে শাসকদলের নেতা, কর্মীদের বিরুদ্ধে৷

ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মারিশদা থানার পুলিশ। পুলিশের তত্ত্বাবধানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি সেখান থেকে বের করে দেওয়া হয়। রাতে আইনজীবী মারফৎ ই-মেইলে মারিশদা থানায় অভিযোগ দায়ের করা হয়৷

কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি নেতা অসীম মিশ্র বলেন, “রাজ্যের বিরোধী দলনেতার গাড়ি যাওয়ার সময় তৃণমূলের লোকেরা হামলা চালানোর চেষ্টা করে। আসলে বাংলায় যে গণতন্ত্র নেই, সেটা আরও একবার ওরা প্রমাণ করে দিলেন৷’’

No comments