Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৯ তম বর্ষে সুতাহাটা আমলাট অভিযান ক্লাবে দীপাবলি উৎসব

29 তম বর্ষে  অভিযান সমস্ত রকম সরকারি বিধি নিষেধ মেনে এবারেও শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন বিধায়ক  তুষার কান্তি মন্ডল , ওআমলাট দক্ষিণ কৃষ্ণনগর যুক্ত পল্লী গ্রামের সভাপতি  কমলেশ …

 




29 তম বর্ষে  অভিযান সমস্ত রকম সরকারি বিধি নিষেধ মেনে এবারেও শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন বিধায়ক  তুষার কান্তি মন্ডল , ওআমলাট দক্ষিণ কৃষ্ণনগর যুক্ত পল্লী গ্রামের সভাপতি  কমলেশ চক্রবর্তী , বিশিষ্ট সমাজসেবী রঞ্জন মাইতি , এবং Aegis Logistic হলদিয়া ব্রাঞ্চের কর্ণধার রথিন সরকার  সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন



বিগত বছরের ন্যায় এ বছরও  পুজো বাজেট থেকে একটি বৃহৎ অংশ দুস্থ মানুষের সাহায্যার্থে ব্যয় করছে।তবে পুজো মণ্ডপে জমায়েত না করে  দান সামগ্রী পুজো কমিটির পক্ষ থেকে দুঃস্থ মানুষের বাড়ি পৌঁছে দেয়।

বিজ্ঞাপন



 সুতাহাটা আমলাট অভিযান ক্লাবের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী বললেন আমাদের একটি আবেদন সামাজিক দূরত্ব বজায় রাখুন কিন্তু তা যেন কখনোই মনের দূরত্ব না হয়।আসুন আমাদের যার যতটুকু সামর্থ্য সেটা নিয়েই দুস্থ মানুষের পাশে দাঁড়াই।আমরা যেন ভুলে না যাই স্বামী বিবেকানন্দের সেই মহান উক্তি প্রতিটি ভারতবাসীই আমার ভাই

No comments