Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া ডক ইনস্টিটিউট নির্বাচনে জয়ী তৃণমূল

হলদিয়া বন্দরের নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করল তৃণমূল। ১৮টি আসনের সবকটিতে জিতেছেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সমর্থিত এনইউডব্লুডব্লুআইয়ের প্রার্থীরা। বিধানসভা নির্বাচনে হারের  ছ'মাস পর বন্দরে এই বিপুল জয়ে তৃণমূল কার্যত অ…

 






হলদিয়া বন্দরের নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করল তৃণমূল। ১৮টি আসনের সবকটিতে জিতেছেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সমর্থিত এনইউডব্লুডব্লুআইয়ের প্রার্থীরা। বিধানসভা নির্বাচনে হারের  ছ'মাস পর বন্দরে এই বিপুল জয়ে তৃণমূল কার্যত অক্সিজেন পেল বলে মনে করছে রাজনৈতিক মহল। বন্দরের ডক ইন্সটিটিউটের পরিচালন সমিতির এই নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ ছিল শিল্পাঞ্চলে। তবে সহ সভাপতির পদে জয়ী হয়েছেন বাম প্রার্থী সিটু সমর্থিত প্যানেলের ডা: সৌগত ভট্টাচার্য।

হলদিয়া ডক ইনস্টিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে  আইএনটিটিইউসি সমর্থিত দেবু মাইতির প্যানেল ১৮ টির মধ্যে আঠারোটি আসনেই জয়লাভ করেছে। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিটু সমর্থিত প্যানেলের ডা: সৌগত ভট্টাচার্য। টান টান উত্তেজনার মধ্যে গতকাল এই ইনস্টিটিউটের নির্বাচনের ভোট গ্রহণ হয়। তাতে মোট ৯৫৩ জনের মধ্যে ৮৯১ জন ভোট দেন। ভোট পড়ে 93.49 শতাংশ। বন্দরের বিবি ঘোষ অডিটোরিয়ামে গণনা শুরু হয় কড়া পুলিশী প্রহরার মধ্যে। আই এন টি টি ইউ সি'র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস কুমার মাইতি ও সিটু নেতা পরিতোষ পট্টনায়েক সহ বন্দরের অবসরপ্রাপ্ত অনেকে গণনার সময় বাইরে ফলাফল জানতে আগ্রহ নিয়ে উপস্থিত ছিলেন।

No comments