নন্দীগ্রামে আধিকারিক নিগ্রোহ করার ঘটনায় অভিযুক্তদের নিয়ে আসা হয় হলদিয়া আদালতে
প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ সংগ্রামের আরেক নাম নন্দীগ্রাম?নন্দীগ্রামে আধিকারিক নিগ্রোহ করার ঘটনায় বিশাল পুলিশবাহিনী ও র্যাফের নিরাপত্তাব্যবস্থা…
নন্দীগ্রামে আধিকারিক নিগ্রোহ করার ঘটনায় অভিযুক্তদের নিয়ে আসা হয় হলদিয়া আদালতে
প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ সংগ্রামের আরেক নাম নন্দীগ্রাম?নন্দীগ্রামে আধিকারিক নিগ্রোহ করার ঘটনায় বিশাল পুলিশবাহিনী ও র্যাফের নিরাপত্তাব্যবস্থায় অভিযুক্তদের নিয়ে আসা হয় হলদিয়া আদালতে।বিশাল পুলিশবাহিনী ও র্যাফের নিরাপত্তাব্যবস্থা জোরদার করে নন্দীগ্রাম থেকে সাতজন অভিযুক্তকে হলদিয়ার আনা হয় ।অভিযুক্ত সাতজনকে নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেফতার করে এবং আজ হলদিয়া মহকুমা আদালতে তাদের তোলা হয় । বিশাল পুলিশি নিরাপত্তার মধ্যে সাতজনকে গ্রেপ্তার করে হলদিয়া মহকুমা আদালতে আনা হয় । হলদিয়া মহকুমা আদালতে তোলার আগে হলদিয়া মহকুমা হাসপাতালে তাদের স্বাস্থ্য চেকআপ করা হয় । হলদিয়া ভবানীপুর থানার পুলিশ আধিকারিক বিশাল পুলিশবাহিনী এবং রেফের নিরাপত্তা নিয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় । নন্দীগ্রামের হরিপুর পঞ্চায়েতের সদস্য মেঘনাথ পাল সহ মোট সাত জনকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় । কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাত জনকে হলদিয়া মহকুমা আদালতে আনা হয় ।
অপরদিকে নন্দীগ্রামে রীতিমতো গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করল যান চলাচল বন্ধ করার চেষ্টা বিজেপির পক্ষ থেকে । রাস্তার উপর আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা । গতকালই নন্দীগ্রামের হরিপুর কিষান মান্ডিতে গ্রামবাসীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। জনরোষের শিকার হয়েছিলেন কৃষি আধিকারিক। আর এরপর গতকালই শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা তথা পঞ্চায়েত সদস্য মেঘনাদ পাল সহ ৭জন বিজেপির প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে নন্দীগ্রাম জুড়ে চলছে 12 ঘন্টার বনধ্। নন্দীগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় কাঠের গুড়ি ফেলে অবরোধে শামিল হয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরা। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই বনধ্। বিভিন্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। মোড়ে মোড়ে এখন পুলিশের ছয়লাট। গোটা এলাকায় এখনো পর্যন্ত তীব্র উত্তেজনা রয়েছে।
No comments