Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলার একটিমাত্র গার্লস কলেজ মহিষাদল সেই কলেজ খোলার আগেই কলেজের চারিদিকেপরিষ্কার- পরিচ্ছন্নর কাজ চলছে জোড় কদমে

আর ছ,দিন পরে অর্থাৎ ১৬ নভেম্বর ২০২১মঙ্গলবার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায নির্দেশ দিয়েছেন রাজ্য থেকে শুরু করে জেলার সমস্ত স্কুল-কলেজ গুলি  খোলার জন্য । প্রায় ১৯মাস অতি  মহামারী কারণে স্কুল-- কলেজ বন্ধ ছিল। স্কুল-কলে…

 




আর ছ,দিন পরে অর্থাৎ ১৬ নভেম্বর ২০২১মঙ্গলবার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায নির্দেশ দিয়েছেন রাজ্য থেকে শুরু করে জেলার সমস্ত স্কুল-কলেজ গুলি  খোলার জন্য । প্রায় ১৯মাস অতি  মহামারী কারণে স্কুল-- কলেজ বন্ধ ছিল। স্কুল-কলেজের সামনে এবং রুমের ভিতরে ছিল বিষাক্ত সাপের আড্ডা ।


পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল কয়েকদিন আগে মহিষাদল ব্লকের সতীশ সামন্ত হলঘরে এলাকার সমস্ত স্কুল -কলেজের প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লকের সমস্ত  গ্রাম পঞ্চায়েতের প্রধান দের নিয়ে একটি মিটিং ডেকেছিলেন। সেই মিটিং-এ উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। মিটিং --এর আলোচ্য বিষয় ছিল স্কুল কলেজ খোলা নিয়ে। সেই মিটিং-এ মহিষাদল গার্লস কলেজের অধ্যক্ষ একটি প্রস্তাব দিয়েছিলেন-- গার্লস  কলেজ প্রাঙ্গণের চারিদিকে আগাছার জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে । সেগুলিকে পরিষ্কার করার জন্য। মহিষাদল ব্লকের বিডিও নির্দেশে নাটশাল ২
বিজ্ঞাপন


 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 100 দিনের ওয়ার্কারদের দিয়ে চলছে আগাছা পরিষ্কার কাজ জোর কদমে। বলে জানিয়েছেন ওই এলাকার দু,ই গ্রাম পঞ্চায়েতের সদস্য অভিজিৎ দাস ও সুকুমার পাত্র।

বিজ্ঞাপন



 দুজনেই জানান আর মাত্র 6 দিন পরেই কলেজ খুলবে। কলেজের ক্লাসরুম গুলি আবর্জনায় ভর্তি হয়ে গিয়েছিল। তাই 100 দিনের ওয়ার্কার দের দিয়ে চলছে গার্লস কলেজের বিভিন্ন ক্লাস রুম থেকে শুরু করে ছাত্রীদের বিনোদন কক্ষের রুমের পরিষ্কারের কাজ। অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বাড়অমৃত বেড়িয়া হাইস্কুল প্রাঙ্গণের সামনে এক হাঁটু ঘাস জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছিল। 100 দিনের ওয়ার্কারদেৱ দিয়ে চলছে পরিস্কারের কাজ।

বিজ্ঞাপন



 বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিমালা প্রামানিক। এবং মহিষাদল ব্লক এর সমস্ত প্রাইমারি ,হাই স্কুল ,কলেজ গুলিকে খোলার আগে পরিষ্কার ও পরিচ্ছন্ন  করার জন্য নির্দেশ দিয়েছেন সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান দের কে মহিষাদলের ভিডিও যোগেশ চন্দ্র মন্ডল।

No comments