Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আলোর উৎসব, নন্দকুমার এ উদ্বোধনে মন্ত্রী অখিল গিরি অন্যদিকে মহিষাদল এ বিধায়ক তিলক চক্রবর্তী

আলোর উৎসব, নন্দকুমার এ উদ্বোধনে মন্ত্রী অখিল গিরি অন্যদিকে মহিষাদল এ বিধায়ক তিলক চক্রবর্তী
 একদিকে কোভিড ও অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ। দুইয়ের ফলে গত প্রায় দুবছর ধরে অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছিলো  বাংলার মানুষ। কোভিড পরিস্থিতি  ক…

 





আলোর উৎসব, নন্দকুমার এ উদ্বোধনে মন্ত্রী অখিল গিরি অন্যদিকে মহিষাদল এ বিধায়ক তিলক চক্রবর্তী


 একদিকে কোভিড ও অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ। দুইয়ের ফলে গত প্রায় দুবছর ধরে অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছিলো  বাংলার মানুষ। কোভিড পরিস্থিতি  কিছুটা স্বাভাবিক, দুর্যোগ মুক্ত অবস্থায় অন্ধকার থেকে আলোর আনন্দ দিতে নন্দকুমার আলেয়ার  ৫৩ তম বর্ষের শ্যামাপুজোর থিম " আলো"।  রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ হাজরা তার চিন্তভাবনায় ফুটিয়ে তুলেছে মন্ডপ। মন্ডপের সাথে সমঞ্জস রেখেই তৈরি করা হয়েছে প্রতিমা। বুধবার রাতে রাজ্যের মৎস্যমন্ত্রীর হাত দিয়ে মন্ডপের শুভ উদ্বোধন ঘটে। পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে মেলা। এদিন এলাকার কয়েকশ মহিলার হাতে পোষাক উপহার হিসাবে তুলে দেওয়া হয়। কোভিড পরিস্থিতি মেনেই দর্শনার্থীদের মন্ডপ ও প্রতিমা দেখার সুযোগ মিলবে বলে জানান ক্লাব  সাধারণ  সম্পাদক বিশ্বজিৎ দত্ত।অন্যদিকে পূর্ব মেদিনীপুরের মহিষাদল এ শিল্পী চিন্ময় গোস্বামীর চিন্তায় মহিষাদল এর ক্লাসিক ক্লাব এর ২৬ তম বর্ষের পূজোর থিম "গ্রাম বাংলার লক্ষ্মী ভান্ডার" এর উদ্বোধন করেন বিধায়ক তিলক চক্রবর্তী।

No comments