Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আগামিকাল বাজৰে স্কুল-কলেজের ঘন্টা

আগামীকাল  বাজবে  স্কুলের ঘন্টা।মঙ্গলবার থেকে শুরু হচ্ছে স্কুল। ফের শোনা যাবে স্কুলের ঘন্টা। স্বাভাবিকভাবেই তর সইছে না পড়ুয়াদের । অতি মহামারি পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধ রয়েছে স্কুল-কলেজসহ যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান। অবশেষে মুখ্…

 




 আগামীকাল  বাজবে  স্কুলের ঘন্টা।মঙ্গলবার থেকে শুরু হচ্ছে স্কুল। ফের শোনা যাবে স্কুলের ঘন্টা। স্বাভাবিকভাবেই তর সইছে না পড়ুয়াদের । অতি মহামারি পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধ রয়েছে স্কুল-কলেজসহ যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  সিদ্ধান্ত নিয়েছেন 16 নভেম্বর থেকে স্কুল খুলবে। এতদিন সমস্ত স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানে নেট মাধ্যমে জারি ছিল ক্লাস। অনলাইন ক্লাস --এর সঙ্গে স্কুলে উপস্থিত থেকে পড়াশোনা করার মধ্যে বিস্তর ফারাক থাকে। সেই কারণে স্কুল খোলার ব্যাপারে মুখিয়ে ছিল পড়ুয়ারা। এই পরিস্থিতিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হতে চলেছে মঙ্গলবার। বিশেষ জোর দেওয়া হয়েছে করোনার বিধিনিষেধের উপর । পড়ুয়াদের দূরত্ব বিধি মেনে বেঞ্চে বসতে হবে। ক্লাস চলাকালীন হাতে স্যানিটাইজড করতে হবে। সেই সঙ্গে রাজ্য সরকারি নির্দেশ স্কুল-কলেজের অধ্যাপক- অধ্যাপিকা শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ খেয়াল রাখতে হবে পড়ুয়াদের দিকে। এদিকে স্কুল খোলার অপেক্ষায় রয়েছেন শিক্ষক-শিক্ষিকারা।  অপরদিকে মেদিনীপুর ( Autonomous ) কলেজ -এর  কর্তৃপক্ষ নোটিশ দিয়ে ফার্স্ট সেমিস্টারের ছাত্র ছাত্রীদেরকে জানিয়েছেন  আগামীকাল থেকে তাদের অফলাইনে ক্লাস হবে না। অনলাইনে ক্লাস হবে। ক্লাস হবে কেবলমাত্র থার্ড সেমিস্টারের ছাত্র ছাত্রীদের। ফার্স্ট সেমিস্টারের ছাত্র- ছাত্রীদের একটাই অভিযোগের সহিত আবেদন --কেমিস্ট্রি অনার্সের প্র্যাকটিক্যাল ক্লাস টি অফলাইনে হওয়া বিশেষ জরুরী। তারা আরও জানান, সপ্তাহে আপাতত 1 থেকে 2 দিনঅফলাইনে প্র্যাকটিক্যাল এর ক্লাসটি  নিক অধ্যাপকগণ । দুই মেদিনীপুর জেলার বিভিন্ন কলেজগুলিতে 16  নভেম্বর মঙ্গলবার  কলেজ খোলার সংবাদ পেয়ে ছাত্র-ছাত্রীরা ছাত্র নিবাস ও ছাত্রী নিবাসগুলিতে আগেভাগেই উপস্থিত হয়েছে।

No comments