Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চিংড়ি, কাঁকড়া খেতেই বিপত্তি !খাদ্যজনিত অ্যালার্জির কারণে মৃত্যু যুবক ১

চিংড়ি, কাঁকড়া খেতেই বিপত্তি !খাদ্যজনিত অ্যালার্জির কারণে মৃত্যু যুবক ১
 অ্যালার্জিই কেড়ে নিল যুবকের প্রাণ। মাত্র কয়েক কামড় চিংড়ি, কাঁকড়া খেতেই বিপত্তি। ঠোঁটে অস্বস্তি শুরু। পেটের মধ্যে তোলপাড়। আচমকাই সংজ্ঞা হারিয়ে ফেলেন সৌম্যদীপ শ…

 





চিংড়ি, কাঁকড়া খেতেই বিপত্তি !খাদ্যজনিত অ্যালার্জির কারণে মৃত্যু যুবক ১


 অ্যালার্জিই কেড়ে নিল যুবকের প্রাণ। মাত্র কয়েক কামড় চিংড়ি, কাঁকড়া খেতেই বিপত্তি। ঠোঁটে অস্বস্তি শুরু। পেটের মধ্যে তোলপাড়। আচমকাই সংজ্ঞা হারিয়ে ফেলেন সৌম্যদীপ শিকদার বয়স ২২। শনিবার দুপুর নাগাদ ওল্ড দিঘায় ব্যারিস্টার কলোনির একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। তড়িঘড়ি যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দিঘা হাসপাতালে। সেখানেই মারা যায় সে।খাদ্যজনিত অ্যালার্জির কারণে তার মৃত্যু হয়েছে বলে অনুমান চিকিৎসকদের। দক্ষিণ চব্বিশ পরগনার বেহালাতে বাড়ি ওই যুবকের। পরিবারের লোকজনের সঙ্গে শুক্রবার বেড়াতে এসেছিলেন দিঘায়। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় হতভম্ব পরিবারের লোকজন। মৃত যুবকের মাসি সুস্মিতা মজুমদার বলেন, ' ওর অ্যালার্জির সমস্যা ছিল। তাই কাঁকড়া-চিংড়ি খাওয়া বারণ ছিল। দুপুরে ভাতের সঙ্গে কাঁকড়া-চিংড়ি খাওয়ার পরই এমন ঘটল।'কান্নায় ভেঙে পড়ল পরিবার

No comments