Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৮৪ বছরের দেব বাড়ির পুজোর ঐতিহ্য

সপ্তমি থেকে নবমি পযর্ন্ত একটানা হোমে পাঁচ মন আমকাঠ পোড়া হয়।১৮৩৭ সালে প্রথম পুজো শুরু হয়েছিল।তারপর দেখতে দেখতে কেটে গেছে ১৮৩ বছর।কিন্তু আজ আর সেই জৌলুস নেই!তবে সমস্ত রকম মাঙ্গলিক আচার বিধি মেনে আজও পুজা হয়।এবার ১৮৪ বছরের পুজো হচ…

 




সপ্তমি থেকে নবমি পযর্ন্ত একটানা হোমে পাঁচ মন আমকাঠ পোড়া হয়।১৮৩৭ সালে প্রথম পুজো শুরু হয়েছিল।তারপর দেখতে দেখতে কেটে গেছে ১৮৩ বছর।কিন্তু আজ আর সেই জৌলুস নেই!তবে সমস্ত রকম মাঙ্গলিক আচার বিধি মেনে আজও পুজা হয়।এবার ১৮৪ বছরের পুজো হচ্ছে সুতাহাটার জামালচক গ্ৰামের দেব বাড়িতে।নিয়ম করে রাধাঅষ্ঠমীর দিন বাড়ির পুরানো দোল মঞ্চে পুজো হয়ে সেখান থেকে মাটি তুলে এনে সেই মাটিই প্রথম দেবীর গায়ে প্রলেপ পড়েছিল।একদিকে করোনা সংক্রমণ অন‍্য দিকে প্রাকৃতিক দূর্যোগের জেরে অনেকটাই এবার পুজো ম্লান করোনা কালে আয়,উপায় কমেছে।কিন্তু বাড়ির ঐতিহ্যবাহী দূর্গাপুজো বলে কথা তাই পুজো তে কোন খামতি রাখছেন না বাড়ির সদস‍্যরা।এবার পুজোর বাজেট ১ লক্ষ ২৫ হাজার টাকা।একসময় পুজো ঘিরে কীর্তন,পালাগান হতো।কিন্তু আজ আর তা হয় না।তবে অষ্টমীতে পুস্পাঞ্জলি,হরিনুট ও সন্ধ্যারতি দেখতে ভিড় জমায় গ্ৰামের বহু মানুষ।সারাবছর বাড়ির সদস‍্যরা কর্মক্ষেত্রে ব‍্যস্ত থাকলেও পুজোর চারদিন সবাই একত্রিত হয়।খাওয়া-দাওয়া,আনন্দ কাল কিছুতেই খামতি থাকে না।বাড়ির বর্তমানে সবচেয়ে প্রবীণ সদস‍্য পূর্ণাংশুশেখর দেব ছেলের সাথে কলকাতায় থাকে। নিরানব্বই বছর বয়সেও প্রত‍্যেকবছর পুজো সময় নিজের জন্মভিটেতে আসেন।বর্তমানে পুজো দায় দ্বায়িত্ব সামলাচ্ছেন স্বপন কুমার দেব।তিনি জানান পুজোর সমস্ত আচার বিধি মেনে পুজোর আয়োজন করতে এক মাস সময় লাগে।তিন ছেলে অবশ্য বাবার সাথে সঙ্গ দেয়।পুজো চারদিন হলেও প্রথমা অর্থাৎ মহালয়া থেকেই বাড়িতে উৎসব শুরু হয়ে গেছে।আজও আশপাশের গ্ৰামের ওই পুজোর ইতিহাস স্মৃতি চারণ করে।ক্ষত্রিয় বংশের পুজোয় দেবীর অস্ত্র পুজোর মধ‍্য দিয়ে পুজো হয়।আগে বলিদান হলেও বর্তমানে তা বন্ধ রয়েছে।স্বপন বাবুর কথায় বাপ,ঠাকুরদাদের আমলের এই প্রাচীন পুজো ঘিরে হাজার ইতিহাস আছে।তবে বর্তমানে এই মহামারির বিধি নিষেধের মধ‍্যেও পুজো বাঁচিয়ে রেখেছি।

No comments