Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল পুলিশ প্রশাসনের উদ্যোগে সকাল থেকেচলছে নাকা চেকিং।

মহিষাদল থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে চলছে নাকা চেকিং।প্রায়ই মোটরবাইক আরোহীৱা যুবকেরা  হেলমেট বিহীন বেপরোয়াভাবে মোটর বাইক চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনের উদ্যোগে রাস্তার সর্বত্রে সতর্কতা বার্তা দিয়ে জানিয়েছেন হেলমেট ব…








মহিষাদল থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে চলছে নাকা চেকিং।প্রায়ই মোটরবাইক আরোহীৱা যুবকেরা  হেলমেট বিহীন বেপরোয়াভাবে মোটর বাইক চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনের উদ্যোগে রাস্তার সর্বত্রে সতর্কতা বার্তা দিয়ে জানিয়েছেন হেলমেট বিহীন মোটর বাইক চালানো যাবে না। হেলমেট বিহীন মোটর বাইক চালকদের কে আজকে সকাল থেকে নাকা চেকিংয়ে একের পর এক ধরছেন পুলিশ প্রশাসন। আর এদিকে ভুয়ো সাংবাদিকদের উপদ্রব চলছে জেলা জুড়ে।ভুয়ো সাংবাদিক সেজে গাড়িতে প্রেস লিখে ঘুরে বেড়াচ্ছে কয়েকজন যুবক মহিষাদল থেকে জেলার সর্বত্র।অভিযোগ তুলেছে  পুলিশ প্রশাসনের কাছে। তারা আদৌপে কোন পেপার ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নয় । কিন্তু তারা  মোটরবাইক থেকে শুরু করে চার চাকার গাড়িতে বড় করে প্রেস (  PRESS  )লিখে  দিব্যি ঘুরে বেড়াচ্ছে জেলা থেকে রাজ্যের সর্বত্র। টোল ট্যাক্স গুলিতে টাকাও দিতে হচ্ছে না তাদেরকে। বহু অনুষ্ঠানের কর্তৃপক্ষের অভিযোগ-- সাংবাদিক সেজে প্রকৃত সাংবাদিকদের আপ্যায়নের সামগ্রী তারা সাংবাদিক সেজে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। ভুয়ো সাংবাদিকদের আই কার্ড দেখিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং সাংবাদিক বলে পরিচয় দিয়ে হুমকিও দিচ্ছে তারা। যারা করছে -- তারা এক প্রকার চিটিংবাজ ।

বিজ্ঞাপন



 তাদেরকে অবিলম্বে সঠিক তথ্য নিয়ে অ্যারেস্ট করার আবেদন জানিয়েছেনপুলিশ প্রশাসনের কাছে বিশিষ্টজনেরা ।


No comments