Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলার সেরা "প্রতিমা পুরস্কার পেয়েছে চৈতন্যপুর যুগের যাত্রী"

বিশ্ববাংলা শারদ সম্মান ,পূর্ব মেদিনীপুর জেলার সেরা পূজার শারদ সম্মান পেলেন । পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর যুগের যাত্রী  সর্বজনীন  দূর্গোৎসব  । দুর্গা পুজো মানেই হলদিয়ার চৈতন্যপুর যুগের যাত্রী ।
এবছর জে…

 





বিশ্ববাংলা শারদ সম্মান ,পূর্ব মেদিনীপুর জেলার সেরা পূজার শারদ সম্মান পেলেন । পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর যুগের যাত্রী  সর্বজনীন  দূর্গোৎসব  । দুর্গা পুজো মানেই হলদিয়ার চৈতন্যপুর যুগের যাত্রী ।


এবছর জেলার সেরা "প্রতিমা পুরস্কার পেয়েছে চৈতন্যপুর যুগের যাত্রী"২০২১ ।

পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু মাঝি পূর্ব মেদিনীপুর জেলার সেরা পুজো, সেরা প্রতিমা,সেরা মন্ডপ ,এবং সেরা কোভিড স্বাস্থ্যবিধি মেনে যেসকল পুজো হচ্ছে ।তার শারদ সম্মান যারা পাবেন তাদের নাম ঘোষণা করেছিলেন।

বিজ্ঞাপন



 জেলার সেরা প্রতিমা হয়েছেন যুগের যাত্রী চৈতন্যপুর হলদিয়া ,তমলুক তাম্রলিপ্ত সেবক সংঘ ,এবং কাঁথি নবোদয় সংঘ, তমলুক ইউথ স্পোর্টিং ক্লাব, চন্ডিপুর বিবেকানন্দ সংঘ ও সার্বজনীন দুর্গোৎসব কমিটি, প্রতাপপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি, এবং এরা ১ নম্বর ওয়ার্ড উৎসব কমিটি । পুজোর শারদ সম্মান পেয়ে সংস্থার সভাপতি ভৃগুরাম মন্ডল এবং সম্পাদক আশীষ হাজরা দুজনেই খুশি এবং পুজো কমিটির সকল সদস্যরা আনন্দিত হয়েছেন। 

বিজ্ঞাপন



সম্পাদক ও সভাপতি বলেন আমরা সারা বছর ধরে নানান ধরনের সেবামূলক কাজে যুক্ত থাকি এবং মানুষের পাশে দাঁড়াই এই সংস্থার সদস্য বৃন্দ গণ। রক্তদান জীবন দান , রক্ত দিয়ে প্রাণ বাঁচান  ।

বিজ্ঞাপন



 মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর জন্য এই ক্লাবের সদস্য বৃন্দ গণ রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। প্রত্যেক বৎসর স্থানীয় দেউলপোতার একটি আশ্রমের ছাত্রছাত্রীদের নতুন পোষাক তুলে দেন। ক্লাব সম্পাদক আশোক মাইতি এবং স্মৃতি কুমার পাইক ক্লাব সভাপতি জানান গতবারের মতোই এবারও সরকারি কোভিড স্বাস্থ্য বিধি মেনে পুজো হচ্ছে।এবং পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চৈতন্যপুর যুগেরযাত্রীর পূজো ৩২ বছরে পড়ল। তাদের থিম - "উৎসব" প্যান্ডেলে বাঁশ ও জ্বালানী কাঠ ব্যবহার করা হয়েছে।কাঠের তৈরি মডেল ব্যবহার হয়েছে বেশির ভাগ জায়গায়। সাবেকিয়ানা প্রতিমা সম্পূর্ণ মাটির তৈরি। করোনা কাটিয়ে মানুষজন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক তাই থিমের নাম উৎসব। মন্ডপ উদ্বোধন করেছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল তমলুক সাংগঠনিক শ্রমিক নেতৃত্ব জেলা সভাপতি তাপস কুমার মাইতি, মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শেখ মজাফফ হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর স্বপন নস্কর, চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দুর্গা পন্ডিত (মাইতি) উপপ্রধান তপন কুমার মান্না বিশিষ্ট সমাজসেবী পার্থ বটব্যাল  প্রমূখ ।


No comments