Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি শান্তা লতা বিশই সাহা তৃতীয় একক কাব‍্যগ্রন্থ "আবৃত্তির অঙ্গনে" বইটি প্রকাশিত হল

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Sb_mNPAxxx4কবি সাহিত্যিক প্রাপ্তন শিক্ষিকা শান্তা লতা বিশই সাহা তৃতীয় একক কাব‍্যগ্রন্থ "আবৃত্তির অঙ্গনে" বইটির শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর শিল্প-সংস্কৃতি শিক্ষানগ…

 


ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Sb_mNPAxxx4

কবি সাহিত্যিক প্রাপ্তন শিক্ষিকা শান্তা লতা বিশই সাহা তৃতীয় একক কাব‍্যগ্রন্থ "আবৃত্তির অঙ্গনে" বইটির শুভ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর শিল্প-সংস্কৃতি শিক্ষানগর হলদিয়া  শহরের ক্ষুদিরাম নগর, গুহ রায় ভবনে।


বিশিষ্ট কবি সাহিত‍্যিকদের উজ্জ্বল উপস্থিতিতে। বইটি উন্মোচিত হয়। উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক দিলীপ রায়, কবি ও বাচিক শিল্পী আরণ্যক বসু, কবি সঞ্জয় মুখোপাধ্যায়, যূথিকা সাহিত্য পত্রিকা র সম্পাদক সোমনাথ নাগ, আনন্দ প্রকাশন -এর কর্ণধার নিগমানন্দ মণ্ডল, বিশিষ্ট সাংবাদিক সৌমেন্দু দাস  , সৃজন সারথি সাহিত্য পত্রিকা র সম্পাদক ও কবি যূথিকা দাস অধিকারী,সুন্দর বাইডিং বই,  বর্তমান  সামাজিকতার উপর  ৭২টি কবিতা সমৃদ্ধ ৮০পৃষ্ঠার বই। 

ইচ্ছুক সাহিত‍্যপ্রেমী বন্ধুরা বইটি সংগ্রহ করতে চাইলে  সংগ্রহ করতে পারবেন।যোগাযোগ নং 6294079762 / 9933496916এছাড়াও কলেজ স্ট্রীটের আনন্দ প্রকাশনা থেকেও বইটি পাবেন। কবি শান্তা লতা বিশই সাহা জানান"আবৃতির অঙ্গনে" আসলে মানুষের স্বপ্ন ভালোবাসা আশা আকাঙ্খার জীবন দর্শন। কালের নিরিখে অতীত বর্তমান ভবিষ্যতের স্কেচবুক ধরে নিতে পারেন।৭২টি কবিতা সমৃদ্ধ ৮০ পৃষ্ঠার বাঁধানো বই। কাব‍্যসাথী বন্ধুরা বইটি নিতে আগ্রহী হলে অবশ‍্যই জানাবেন ও আমার মেসেজে আসবেন। এছাড়াও কলকাতা কলেজ স্ট্রীটে আনন্দ প্রকাশনা স্টল থেকে পাওয়া যাবে।

বিজ্ঞাপন



No comments