Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"মা"প্রয়াত হলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিউটিক্যাল টেকনোলজির অধ্যাপক পার্থপ্রতিম মাইতির

পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল বিধানসভার পার্থপ্রতিম মাইতির "মা" দীর্ঘদিন  অসুস্থ ছিলেন। মাএ ৬২ বছর বয়সে আজ সন্ধ্যায় (২১ শে অক্টোবর ২০২১) পরলোকগমন করেন। তিনি বিরল ধরনের রক্তাল্পতা(অ্যানিমিয়া) রোগে ভুগছিলেন। পার্থ বাবু  …




পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল বিধানসভার পার্থপ্রতিম মাইতির "মা" দীর্ঘদিন  অসুস্থ ছিলেন। মাএ ৬২ বছর বয়সে আজ সন্ধ্যায় (২১ শে অক্টোবর ২০২১) পরলোকগমন করেন। তিনি বিরল ধরনের রক্তাল্পতা(অ্যানিমিয়া) রোগে ভুগছিলেন। পার্থ বাবু   উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিউটিক্যাল টেকনোলজির অধ্যাপক। তিনি বলেন মা তুমি আজ আমাকে ছেড়ে ওই দূর আকাশের তারা হয়ে গেলে ? মা তোমার ওইহাত টা , যেটা আমার জন্য খাবার করতে গিয়ে অনেকবার পুড়েছে, আমাকে লেখা শেখানোর জন্য অনেকবার হাতে কালি লেগেছে, আমার জামার বোতাম লাগানোর জন্য অনেকবার আঘাতপ্রাপ্ত হয়েছে। হ্যাঁ তোমার ওইহাতের কথাই বলছি, যেটা থার্মোমিটার এর চেয়েও পারফেক্ট বলে দেয় আমার জ্বর কতখানি। পার্থ বাবুর শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানালেন মহিষাদল বিধানসভার ভূমিপুত্র বিধায়ক তিলক চক্রবর্তী । সমবেদনা জানিয়েছেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি , মহিষাদল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তরুণ কান্তি মন্ডল ও অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম কুমার দাস প্রমুখ।


No comments