Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পথ চলা শুরু করল চৌরঙ্গি লায়ন্স ক্লাব

আর একা একা নয়, এবার যৌথভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে কুড়ি জন যুবক মিলে গড়ে তুলল চৌরঙ্গী লায়ন্স ক্লাব  ।পঞ্চাশ বছর  ছুঁই ছুঁই কাঁথি লায়ন্স ক্লাবের সহায়তা নিয়ে গড়ে উঠল আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠানের এই শাখা ।শনিবার কাঁথির বল…

 






আর একা একা নয়, এবার যৌথভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে কুড়ি জন যুবক মিলে গড়ে তুলল চৌরঙ্গী লায়ন্স ক্লাব  ।পঞ্চাশ বছর  ছুঁই ছুঁই কাঁথি লায়ন্স ক্লাবের সহায়তা নিয়ে গড়ে উঠল আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠানের এই শাখা ।শনিবার কাঁথির বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের সভাকক্ষে এই ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হল ।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি থেকে  লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ সি১ এর ডিস্ট্রিক্ট গভর্নর   আশিষ সালুই। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি১ এর  ভাইস ডিস্ট্রিক গভর্নর পার্থ চ্যাটার্জি,

প্রাক্তন ডিস্ট্রিক গভর্নর লক্ষ্মীনারায়ণ সাউ,প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর উদয় রঞ্জন সাউ, গৌরীশঙ্কর দেব, সুজিত ঘোষ, মীনাক্ষী মাইতি,জিএমটি কো অর্ডিনেটর অর্ণব মাইতি, রিজিওন চেয়ারম্যান অ্যাপোলো আলী সহ  জোন, রিজিওন ও ডিস্ট্রিক্টের অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন  ।

এনাদের সাক্ষী রেখেই সভাপতি হিসেবে বিশ্বজিৎ মাইতি ,সহ সভাপতি পদে এগরা কলেজের প্রিন্সিপাল দীপক তামলী ,প্রাক্তন প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর হাজরা,শিক্ষক স্বপন জানা,সম্পাদক বিশ্বনাথ বেরা,ট্রেজারার তাপস মাইতি প্রমুখ পদে পরিচালন কমিটির সদস্যরা শপথ গ্রহন করলেন। 

রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি তাঁর ভাষণে নতুন ক্লাবকে শুভেচ্ছা জানান  ।একই সাথে তিনি চৌরঙ্গি লায়ন্স ক্লাবের সদস্যদের বলেন  একেবারে তৃণমূল স্তরে নেমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেবা ধর্মকে  ।এত বড় দেশে ,এত বড় রাজ্যে কোনো সরকারের পক্ষে সকলের কাছে পৌঁছে যাওয়া সম্ভব নয় ।সেক্ষেত্রে এই সমাজসেবী সংগঠনগুলি অন্যতম ভূমিকা পালন করে। কাঁথিতে কোভিড ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও সে কথা আরও একবার প্রমাণ করে দিয়েছে লায়ন্স ক্লাবগুলো। তাই 

নতুন ক্লাবকেও সেই ভূমিকা পালন করতে হবে যথাযোগ্য দায়িত্বের সাথে  । লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ সি১ এর ডিস্ট্রিক্ট গভর্নর   আশিষ সালুইও তাঁর বক্তব্যে  চৌরঙ্গি লায়ন্স ক্লাবের সদস্যদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। অন্যান্য অতিথিরা তাঁদের ভাষণে নতুন এই ক্লাবকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি  পরিকল্পনা গ্রহণ করে সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান  ।এদিনের এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন স্পনসর ক্লাব তথা কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র ।এবং সঞ্চালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের এক্সটেনশন চেয়ারম্যান অরুণ রায়

No comments