Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৬ তম বর্ষে চৈতন্যপুর নবতারা পূজার প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন ফুটবলার দীপঙ্কর রায়

বিষ বাস্পে ভরেছে আকাশ,এ নগর কার জন্য! দাও ফিরে সে অরণ্য। ২৬ তম বষে চৈতন্যপুর নবতারা।তাদের এবছরের থিম অফ বাঁশের ঝাড়ে বহু গাছ নষ্ট হয়েছে সেই পরিবেশ রক্ষার্থে গাছ লাগানোর বার্তা নিয়ে এলেন এবারে তাদের পুজো মণ্ডপের মধ্য দিয়ে।
পুজো …

 






বিষ বাস্পে ভরেছে আকাশ,এ নগর কার জন্য! দাও ফিরে সে অরণ্য। ২৬ তম বষে চৈতন্যপুর নবতারা।তাদের এবছরের থিম অফ বাঁশের ঝাড়ে বহু গাছ নষ্ট হয়েছে সেই পরিবেশ রক্ষার্থে গাছ লাগানোর বার্তা নিয়ে এলেন এবারে তাদের পুজো মণ্ডপের মধ্য দিয়ে।


পুজো মণ্ডপের উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথি ফুটবল খেলোয়াড় দিপন্কর রায় উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা সহ সভাপতি সাইফুল উপস্থিত ছিলেন, চৈতন্য পুর গ্রাম পঞ্চায়েত প্রাপ্তন প্রধান শ্রীবাস মাইতি

, ক্লাব সভাপতি ব্রম্ভ নাথ মাইতি, প্রবাল প্রামানিক, সাংবাদিক দীপক পন্ডা,পুজো কমিটির সম্পাদক সোমনাথ ভূঁইয়া সভা সঞ্চালনা করেন তিনি  জানান কয়েকদিন ধরেই থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোমণ্ডপ ঘিরে।আজ প্রায় শতাধিক গরীব দুস্থ মানুষের হাতে কাপড় লুঙ্গি এবং মশারি তুলে দেন। পুজো মণ্ডপের উদ্বোধন করার কথা ছিল সঙ্গীতশিল্পী বিধায়ক অদিতি মুন্সি।

রাত্রি হওয়াতে সভার কাজ শুরু হয় সূত্রে খবর পুজো মণ্ডপে অনেক রাত্রে আসেন বিধায়ক সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি।

No comments