Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে থমকে হলদিয়ার বিগ বাজেটের লক্ষীপুজোর প্রস্তুতি

প্রকৃতি পুজোর আয়োজনে জল ঢেলে দিলনিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে থমকে হলদিয়ার বিগ বাজেটের লক্ষীপুজোর প্রস্তুতি নিম্নচাপের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হলদিয়া শিল্পাঞ্চল।জলে ভাসছে হলদিয়া শিল্পশহর লাগোয়া হলদিয়া ব্লকের লক্ষীগ্রাম শিব…

 





প্রকৃতি পুজোর আয়োজনে জল ঢেলে দিল

নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে থমকে হলদিয়ার বিগ বাজেটের লক্ষীপুজোর প্রস্তুতি

 নিম্নচাপের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হলদিয়া শিল্পাঞ্চল।জলে ভাসছে হলদিয়া শিল্পশহর লাগোয়া হলদিয়া ব্লকের লক্ষীগ্রাম শিবরামনগর চাউলখোলার বিগবাজেটের লক্ষ্মীপুজোর মণ্ডপ।বড় বড় থিমের মণ্ডপ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে।মণ্ডপের সামনে হাঁটুসমান জল জমে যাওয়ায় মাথায় হাত পড়েছে পুজো কমিটির কোনও কোনও পুজো কমিটি আবার মেশিন বসিয়ে জল ছেঁচে মণ্ডপ সাজানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কেউ কেউ আবার লক্ষ্মীপুজো নামমাত্র হবে বাকি উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রবল বৃষ্টি  হওয়া কোজাগরী উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেশিরভাগ পুজো কমিটি। ঋষি বঙ্কিমচন্দ্র স্মৃতি সংঘের সভাপতি সনাতন দোলাই বলেন, এবার ক্লাবের প্রায় ৩ লক্ষ টাকার বাজেট হয়েছিল।৪৫তম বর্ষে লক্ষ্মীপুজোর থিম 'করোনা বিনাশে সেবীপক্ষ'।হলদিয়ার গান্ধীনগরের শিল্পী পবিত্র দাস গ্রামের মধ্যে এসে নতুন আঙ্গিকে মণ্ডপসজ্জা করছেন।করোনা থেকে বাঁচাতে কী সাবধানতা নিতে হবে প্রতিমার মাধ্যমে শিল্পী স্বপন গায়েন তা ফুটিয়ে তুলছেন।কিন্তু সব কাজই থমকে গিয়েছে।রাত পোহালেই পুজো।অথচ মন্ডপের হাফ কাজ এখনো হয়নি।কপালে হাত পুজো উদ‍্যোক্তাদের।৬ ৫তম বর্ষে শিবরামনগর বিনয়ী সঙ্ঘের পুজোর থিম লুপ্তপ্রায় ডোকরা শিল্প।শোভারামপুর সমন্বয় ক্লাবের পুজোর থিম পৃথিবী আবার শান্ত হবে।অর্থাৎ লক্ষ্মীপুজোতে গ্রামের মধ্যে করোনা সতর্কবার্তা দিতে এবার প্রতিটি ক্লাবই করোনা নিয়ে পুজোর থিম করেছে এবং বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি রেখেছে।ক্লাব কর্তাদের আক্ষেপ, বৃষ্টি পুজোর আয়োজনে জল ঢেলে দিল।

বিজ্ঞাপন


No comments