Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া সফল ব্যবসায়ী বাড়িতে ২৪ ঘন্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় আয়কর দপ্তর

হলদিয়া বন্দরে  কার্গো হ্যান্ডেলিংয়ে সঙ্গে যুক্ত। বন্দরের পাশাপাশি তাঁদের লজিস্টিক্স ও ট্রান্সপোর্টের ব্যবসা রয়েছে।  কিছুদিন আগেই ওই বন্দরে কর্মরত ওই সংস্থার বিরুদ্ধে কয়েক বছর ধরে পিএফ ও ইএসআইয়ের টাকা জমা না দেওয়ার অভিযোগ এনেছিলেন…

 




হলদিয়া বন্দরে  কার্গো হ্যান্ডেলিংয়ে সঙ্গে যুক্ত। বন্দরের পাশাপাশি তাঁদের লজিস্টিক্স ও ট্রান্সপোর্টের ব্যবসা রয়েছে।  কিছুদিন আগেই ওই বন্দরে কর্মরত ওই সংস্থার বিরুদ্ধে কয়েক বছর ধরে পিএফ ও ইএসআইয়ের টাকা জমা না দেওয়ার অভিযোগ এনেছিলেন শ্রমিকরা। এদিন আয়কর দপ্তর তল্লাশি চালানোর  সময় বাড়িতে কেউই ছিলেন না মজাফ্ফরবাবু বা আজগর আলি। পরে খবর পেয়ে বাড়ির আসেন মজাফ্ফরবাবু। তাঁকে আধিকারিকরা দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গিয়েছে। মজাফফর বলেন রাত্রি তিনটে পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি। তিনি জানান কেন্দ্রীয় আয়কর দপ্তর প্রায় ১১ টি জায়গায় কলিকাতার অফিস বাড়ি এবং হলদিয়ার বিভিন্ন গোডাউন এবং তার বাড়ি ফ্যাট অফিস তল্লাশি চালায় ।সেখান থেকে কয়েকটি দলিলের নম্বর তুলে নিয়ে গেছেন এবং তার বাড়ি তল্লাশির সময় দেড় লক্ষ টাকা পান কিন্তু তার বাড়ির আয়োজন  পারিবারিক খরচার জন্য । সোনার গহনার খোঁজ নেয় মজাফফর বাবু বলেন আমরা ইসলাম ধর্মের  যুক্ত তাই সোনা বা কোন গহনা আমাদের  নেই (ধর্মে গুনা হয়) কিন্তু ছোট বৌমা বিয়ের সময় গিফট পেয়েছিলাম সামান্য। সেটাও দেখেছিলেন কিন্তু যাবার সময় টাকা এবং গহনা রেখে গিয়েছেন।  কিন্তু বন্দরের সঙ্গে যুক্ত কম্পিউটার হার্ডডিক্স খুলে নিয়ে গেছেন মজাফফর বাবু জানালেন এই কম্পিউটার হার্ডডিস্ক না থাকায় কাজের সমস্যা একটু হবেই কারণ বন্দরের কাজের সঙ্গে কম্পিউটার হার্ডডিক্স খুবই প্রয়োজন ছিল। দীর্ঘসময় তল্লাশি চালায় তিনি অভিযোগ করে বলেন এটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্ররোচনায় একাজ হয়েছে। তিনি আরোও বললেন যে আমরা ব্যবসায়ী মানুষ আমরা সকলকে নিয়ে চলতে হয় তবে আমি এখন কোন ব্যবসা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই ।আমি লায়ন্স ক্লাবের জেলা গভর্নর তাই ক্লাব প্রতিষ্ঠান সামাজিক কাজের সঙ্গে থাকতে চাই। আগামী দিনেও থাকবো আমরা। আমাকে বা আমার পরিবারকে চাপের মধ্যে রাখার চেষ্টা করছেন  শুভেন্দু।কিন্তু সেটাও ব্যর্থ হল।

No comments