Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এখনো ত্রাণশিবির চালিয়ে যাওয়ার আবেদন করলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মাহমুদ হোসেন

পূর্ব মেদিনীপুর জেলার কেলেঘাই নদীর বাঁধ ভাঙন ও উপর্যুপরি নিম্নচাপের ফলশ্রুতিতে অতিবৃষ্টি তে পটাশপুর-১ ও ২, ভগবানপুর-১ ও ভগবানপুর-২ ব্লক সহ অন্যান্য ব্লক জলমগ্ন হয়েছিল। কেলেঘাই নদী বাঁধ মেরামতি র ফলে জল ঢোকা বন্ধ হয়েছে। প্লাবিত এল…

 




পূর্ব মেদিনীপুর জেলার কেলেঘাই নদীর বাঁধ ভাঙন ও উপর্যুপরি নিম্নচাপের ফলশ্রুতিতে অতিবৃষ্টি তে পটাশপুর-১ ও ২, ভগবানপুর-১ ও ভগবানপুর-২ ব্লক সহ অন্যান্য ব্লক জলমগ্ন হয়েছিল। কেলেঘাই নদী বাঁধ মেরামতি র ফলে জল ঢোকা বন্ধ হয়েছে। প্লাবিত এলাকার জমাজলের স্তর বেশ কিছু টা কমেছে। কিন্তু এখনো বিস্তীর্ণ এলাকায় জল জমে থাকায় মানুষজন বাড়ী ফিরতে পারেন নি। তাঁরা বিভিন্ন ত্রাণ শিবির ও উঁচু জায়গায় ত্রিপলের ছাউনি করে সপরিবারে ঠাঁই নিয়েছেন। নতুন করে নিম্নচাপ জনিত কারণে বৃষ্টি র জলে অাবার ছাউনি থাকা লোকজনের নাকাল অবস্থা। অাবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অতিবৃষ্টি র সম্ভাবনা প্রবল। এসবের ফলশ্রুতিতে জনজীবনে নতুন বিপর্যয় নেমে অাসার অাশঙ্কায় মানুষজন প্রহর গুনছেন।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন ত্রাণ শিবিরের মেয়াদ বৃদ্ধি ও উঁচু জায়গায় ত্রিপলের ছাউনি তে বসবাসকারী মানুষের জন্য খাদ্য সামগ্রী, পানীয়জল, পশুখাদ্য ও অতিরিক্ত ত্রিপল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বরাদ্দ করার জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা র জন্য রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি ও সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র কে অাবেদন জানিয়েছেন। মামুদ হোসেন বলেন ত্রাণ শিবির ও অস্হায়ী শিবির চালিয়ে যাওয়া ছাড়া বানভাসি মানুষজনের কাছে অার কোন বিকল্প রাস্তা খোলা নেই।

No comments