Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাউতানচক বাজারে কোজাগরী লক্ষ্মীপুজোতে থিমের বাহার

সাউতানচক বাজারে কোজাগরী লক্ষ্মীপুজোতে থিমের বাহারী। 
দূর্গা পূজার পরের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোয় মাতেন আপামর বাঙালি, মূলত পূর্ববঙ্গের লোকেরা অর্থাৎ বাঙাল সম্প্রদায়ের মানুষ বিশেষভাবে লক্ষ্মী পূজার আয়োজন করে থাকে।বিজ্…

 




সাউতানচক বাজারে কোজাগরী লক্ষ্মীপুজোতে থিমের বাহারী। 


দূর্গা পূজার পরের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোয় মাতেন আপামর বাঙালি, মূলত পূর্ববঙ্গের লোকেরা অর্থাৎ বাঙাল সম্প্রদায়ের মানুষ বিশেষভাবে লক্ষ্মী পূজার আয়োজন করে থাকে।

বিজ্ঞাপন



 তমলুক শহর থেকে ময়না এবং টেংরাখালিগামী রাজ্য সড়কের সংযোগ স্থলে রয়েছে সাউতানচক্ বাজার। জনবহুল এই এলাকায় দুর্গা পূজা হলেও স্থানীয় বাসিন্দাদের কাছে প্রধান আকর্ষণ সার্বজনীন লক্ষ্মী পূজা।

বিজ্ঞাপন



 উত্তর সাউতানচক ফালেশ্বর জীউ বাজার উন্নয়ন কমিটি তাদের পূজো ১৭ তম বর্ষে পদার্পণ করেছে। থিমের সমাহারে সাজিয়ে তোলা হয়েছে পূজো মন্ডপ। 

বিজ্ঞাপন



করোনা আবহের কারণে পূজোর বাজেট কাটছাঁট করে আড়াই লক্ষ টাকা করা হয়েছ বলে জানান বাজার কমিটির অন্যতম সদস্য নারায়ণ চন্দ্র বাগ। তিনি আরো বলেন, কোভিডবিধি মাথায় রেখে দর্শণার্থীদের জন্য মাক্স এবং সেনিটাইজার ব্যবস্থা করা। 

বিজ্ঞাপন



মেলা চলবে ৫দিন ধরে।

No comments