Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লোকসংস্কৃতি কে বাঁচাতে চেষ্টা করে যাচ্ছেন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার আন্দুলিয়া গ্রামের লেখক, কবি ও লোকসংস্কৃতি গবেষক শিশির কুমার রায়

তুষার কান্তি খাঁ, নবগ্রাম,টট-একটি জনগোষ্ঠীর বংশপরম্পরায় মুখে মুখে প্রচলিত গল্প কে সাধারণতঃ লোকো কথা বা Folk tale  বলা হয়। সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা, যুদ্ধ বিবাদ, চিন্তা ভাবনার প্রতিফলন ঘটে লোকসংস্কৃতিতে। লোকসংস্কৃত…

 

তুষার কান্তি খাঁ, নবগ্রাম,টট-একটি জনগোষ্ঠীর বংশপরম্পরায় মুখে মুখে প্রচলিত গল্প কে সাধারণতঃ লোকো কথা বা Folk tale  বলা হয়। সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা, যুদ্ধ বিবাদ, চিন্তা ভাবনার প্রতিফলন ঘটে লোকসংস্কৃতিতে। লোকসংস্কৃতির মাধ্যমে একটি জাতির আত্মপরিচয় ও ঘটে। কৃত্রিমতা বর্জিত সহজিয়ার সুর বহমান থাকে লোকসংস্কৃতি তে। চটকারী সংস্কৃতির বিপরীতে সোঁদা মাটির গন্ধে ভরা গ্রামীণ  স্বকীয় সংস্কৃতির এক শক্তিশালী রুপ লোকসংস্কৃতি। এইসব কারণে লোকো কাহিনী কে একটি জাতির সম্পদ বলে বিবেচনা করা হয়। লোকো কথা, লোকো কাহিনী ও লোকসংস্কৃতির ঐতিহ্য আজ অবলুপ্তির পথে।

     এই অবলুপ্তির হাত থেকে লোকসংস্কৃতি কে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার আন্দুলিয়া গ্রামের লেখক, কবি ও লোকসংস্কৃতি গবেষক শিশির কুমার রায়। তাঁর নিজের লেখা লোকসংস্কৃতি বিষয়ক বই'লোকসংস্কৃতি'তে তিনি তুলে ধরেছেন ভারতের জনজাতির আদিম পরিচয়, তার উৎপত্তি ও আগমন সম্বন্ধে। জাত পাতের ধারা সম্বন্ধে। সেখানে তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করেছেন কায়স্থ, বৈদ্য, শুদ্রদের সৃষ্টির ইতিহাস। বিভিন্ন ধরনের লোকো কথা, লোকগান, প্রবাদ, ছড়া উঠে এসেছে তাঁর এই গ্রন্থটিতে। তবে এটিকে শুধুমাত্র গ্রন্থ না বলাই ভালো। এটি একটি লোকসংস্কৃতির গবেষকদের কাছে এক অনন্য দলিল হিসেবে বিবেচিত হবে।

     কর্পোরেট পাবলিসিটির এই বইটির প্রচ্ছদ এঁকেছেন চূড়ামণি, প্রাককথন লিখেছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি ও সাহিত্যিক, শিক্ষাবিদ  তথা প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক ছবি রঞ্জন মজুমদার মহাশয়। ২০২১ সালের জুন মাসে শ্রীমন্ত সরকারের উদ্যোগে কান্দিতে এবং গত ২৯শে সেপ্টেম্বর' অয়ন' বাংলার উদ্যোগে মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের কক্ষে 'লোকসংস্কৃতির' উদ্বোধন হয়ে গেল।

No comments