Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি লিও ক্লাব পেল আন্তর্জাতিক সম্মান

কাঁথি লিও ক্লাব পেল আন্তর্জাতিক সম্মান

প্রায় ৫০ বছরের দোরগোড়ায় পৌঁচ্ছে যাওয়া কাঁথি লায়ন্স ক্লাবের অন্যতম অঙ্গ কাঁথি লিও ক্লাবের ছয় জন সদস্য একসাথে আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হল ।কাঁথি লিও ক্লাবের ইতিহাসে যা প্রথমবার।উল্লেখ কাঁথি…

 



কাঁথি লিও ক্লাব পেল আন্তর্জাতিক সম্মান



প্রায় ৫০ বছরের দোরগোড়ায় পৌঁচ্ছে যাওয়া কাঁথি লায়ন্স ক্লাবের অন্যতম অঙ্গ কাঁথি লিও ক্লাবের ছয় জন সদস্য একসাথে আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হল ।কাঁথি লিও ক্লাবের ইতিহাসে যা প্রথমবার।উল্লেখ কাঁথি লায়ন্স ক্লাবের সদস্যরা এর আগে আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের থেকে অ্যাপ্রিশেয়েশান অ্যাওয়ার্ড পেয়েছেন।৪১ বছরের লিও ক্লাবের সদস্যরা কখনও সেই সম্মান পায়নি।

কাঁথি লিও ক্লাবের এই লায়ন বর্ষের অ্যাডভাইসার তথা কাঁথি লায়ন্স ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রণেন্দ্র নাথ দাস জানিয়েছেন সেবা কার্যে গতি আনতে এবং সংগঠনের কাজে নতুন চিন্তাভাবনা আনতে প্রতি বছর লায়ন্স ক্লাব গুলিতে কম করে একজন সদস্য নেওয়া হয় ।একই ভাবে লিও ক্লাব গুলিতেও সেই নিয়ম মানা হয় ।তবে এবার আরো বেশী করে লিও সদস্য যুক্ত করার উপর জোর দেয় আন্তর্জাতিক লায়ন্স ক্লাব।আন্তর্জাতিক লায়ন্স প্রেসিডেন্ট ডগলাস এক্স আলেকজান্দ্রার সেই আহ্বানে সাড়া দিয়ে এবার ২০ জন নতুন সদস্যকে যুক্ত করেছে লিও ক্লাব।কাঁথি লিও ক্লাবের সভাপতি অরিত্র দে জানিয়েছেন কাঁথি শহর ও সংলগ্ন এলাকার বহু বাসিন্দা তাঁদের ক্লাবের সাথে যুক্ত হওয়ার জন্যে ইচ্ছা প্রকাশ করেছে।তবে মেম্বার নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক লায়ন্স ক্লাব ও কাঁথি লায়ন্স ক্লাবের নিয়ম পুঙ্খানুপুঙ্খ ভাবে মানা হয়েছে।বলেন আমরা গর্বিত এই সম্মান পেয়ে ।কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন বিগত কয়েক বছরের থেকে এই বছর লিও সদস্যরা অনেক বেশী সক্রিয়।নিজেদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ ও অ্যাক্টিভিটি কর্মসূচী সফল ভাবে পালন করছে।সেই সাথে লায়ন্স ক্লাবের বিভিন্ন সমাজসেবা মুলক কর্মসূচীতে বিশেষ করে করোনা ভ্যাকসিন প্রদান কেন্দ্রে তাদের অবদান প্রশংসার যোগ্য।কাঁথি লিও ক্লাবের ৬ জন সদস্য আন্তর্জাতিক লায়ন্স ক্লাব দ্বারা সম্মানিত হওয়ায় আমরা গর্বিত।আমি কাঁথি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে লিও অ্যাডভাইসার লায়ন রণেন্দ্র নাথ দাস এবং লিও অরিত্র দে,সৌমদীপ মান্না,অনিক গিরি,সৌভিক মাইতি,সৌম্য সেন ও প্রিয়ঙ্কর মাইতিকে শুভেচ্ছা জানাচ্ছি।


No comments