Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দু অধিকারী জামানত জব্দ করবে- আজগর

হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল(পূর্ত) শেক আজগর আলির বাড়িতে, বুধবার সাতসকাল থেকে গভীর রাত পর্যন্ত আয়কর দপ্তর তল্লাশি চালায়।  সকাল ৮টা নাগাদ তৃণমূল নেতা তথা হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজগর আলির বাড়িতে আয়কর দপ্…

 







হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল(পূর্ত) শেক আজগর আলির বাড়িতে, বুধবার সাতসকাল থেকে গভীর রাত পর্যন্ত আয়কর দপ্তর তল্লাশি চালায়।  সকাল ৮টা নাগাদ তৃণমূল নেতা তথা হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজগর আলির বাড়িতে আয়কর দপ্তরের হানাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি এঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। এদিন ১০০টি গাড়ির কনভয়ে আয়কর দপ্তরের ১৫০ জন সদস্যের একটি দল কাউন্সিলের বাড়িতে পৌঁছয়। তৃণমূল কাউন্সিলর একই সঙ্গে বড় ব্যবসায়ীও। আজ আজগর আলী পল্টু বললেন কেন্দ্রীয় সংস্থা আয়কর দপ্তর এর এজেন্ট দিয়ে আমাদের ধুমকি চুমকি দেখানোর চেস্টা করচ্ছে বিরোধী দলনেতা কিন্তু তার কার্যসিদ্ধি হলো না। যে অভিযোগ করে পাঠিয়ে ছিলেন কেন্দ্রীয় সংস্থা কে তাদের খালি হাতে ফিরে যেতে হল। অবশেষে আজগর আলীর  মোবাইল হ্যান্ডসেট নিয়ে গেছেন বলে তিনি বললেন। তিনি আরোও দাবি করেন শুভেন্দু বাবু  তার প্রথম ধাপে দেখে নিলেন আমরা মমতা ব্যানার্জির সৈনিক ঝড়ঝাপটা কিভাবে কাটিয়ে আমাদের সংগঠন কে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা আমরা জানি। তিনি আরো বলেন চব্বিশে লোকসভা নির্বাচনে ৪২ শূন্য হবে তার প্রমান পেয়ে গেল। শুভেন্দু অধিকারী ভোটের সময় যেমন জামানত জব্দ হবে; তার আগেই তৃণমূল কর্মীদের বাড়িতে কেন্দ্রীয় আয়কর দপ্তর এ পাঠিয়ে নিরাশ হচ্ছেন মানুষ তার জামানত জব্দ করছেন। তিনি বলেন শুভেন্দু অধিকারীর মীরজাফর কিছু অনুগামী এখনো হলদিয়ায় রয়েছেন তারা ভয়ে আতঙ্কিত আমরা তৃনমূল সৈনিক কর্মী রয়েছে আমি সহ আমরা অনেকেই আর সেজন্যই আমাদেরকে দমিয়ে রাখার জন্যই  ভারতের কেন্দ্রীয় আয়কর সংস্থা কে কি ভাবে ব্যবহার করছে? আগামী নির্বাচনে তার জামানত জব্দ হবে।

No comments