Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আধুনিক হৃদরোগের চিকিৎসার উদ্ধোধন হল হলদিয়া মেডিক্যাল কলেজে

চিকিৎসার জন্য আর কলিকাতা নয় হলদিয়া বাসীদের কাছেই নতুন দিগন্ত খুলে গেল। হৃদরোগের চিকিৎসা এখন হবে হলদিয়া তেই । পূর্ব মেদিনীপুর জেলা শিল্প সংস্কৃতির শহর   হলদিয়া মেডিকেল কলেজ ও বিসি রায় হাসপাতালের মুকুটে এবার নতুন পালক।
 হাসপাতা…

 






চিকিৎসার জন্য আর কলিকাতা নয় হলদিয়া বাসীদের কাছেই নতুন দিগন্ত খুলে গেল। হৃদরোগের চিকিৎসা এখন হবে হলদিয়া তেই । পূর্ব মেদিনীপুর জেলা শিল্প সংস্কৃতির শহর   হলদিয়া মেডিকেল কলেজ ও বিসি রায় হাসপাতালের মুকুটে এবার নতুন পালক।


 হাসপাতালে চিকিৎসা পরিষেবা যুক্ত হল সর্বাধুনিক সিটিস্ক্যান প্রযুক্তি। জেলার প্রথম ৬৪  স্লাইসের উচ্চ ক্ষমতাসম্পন্ন এ ধরনের সিটিস্ক্যান প্রযুক্তি আনা হয়েছে। এর ফলে হাসপাতালেই হৃদরোগের চিকিৎসা সুবিধা হবে। এর পাশাপাশি হাসপাতালে  হৃদরোগের  চিকিৎসার জন্য নতুন ক্যাথল্যাব তৈরি হবে এবং  আইসিইউর  বেড সংখ্যা দ্বিগুণ করে ৫০ টি করা হয়েছে বলে জানালেন আইকেয়ারের সম্পাদক আশীষ লাহিড়ী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকেয়ার চেয়ারম্যান, প্রাক্তন সাংসদ ডঃ লক্ষণ চন্দ্র শেঠ,উপস্থিত ছিলেন সায়ন্তন শেঠ ও সুদীপ্তন শেঠ, স্পশিতা পন্ডা শেঠ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স এন্ড রিসোর্টস মিস্টার তরনঞ্জিত সিং , এছাড়া উপস্থিত ছিলেন ডাক্তার একে ভদ্দর, ডাক্তার সন্তোষ রহমান, ডাক্তার অমিত মজুমদার গিরি, ডাক্তার সরোজ কুমার ভট্টাচার্য্য , ডাক্তার সুকান্ত সেন,ডঃ বিধান চন্দ্র রায়।বিসিরায় হাসপাতালে ল্যাব উদ্ধোধনে উপস্থিত ছিলেন । মিহির কুমার ঝা এবং মিস্টার হারজিত আগরওয়াল, ডাইরেক্টর ইমাজিকা হেলথ সাইন্স। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ বললেন বর্তমানে ইঞ্জিনিয়ার এর মতই আগামী দিনে ডাক্তারদের অবস্থা হবে । তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গ্রামবাংলা চিকিৎসা ব্যবস্থার উন্নতি করছেন আগামী দিনে ইঞ্জিনিয়ারদের মতোই ডাক্তারদের অবস্থা হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকেয়ার সম্পাদক আশীষ লাহিড়ী।

No comments