Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এই প্রথম যৌথ ভাবে তপোবন শিশু আবাসের পাশে কাঁথি লায়ন্স ও রোটারী ক্লাব

সমাজসেবা মানসিকতাকে আরো বেশী করে সাধারন মানুষের মধ্যে পৌঁচ্ছে দিতে  লায়ন্স ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট  ডগলাস এক্স আলেকজান্দ্রা পৃথিবীর সমস্ত লায়ন্স ক্লাবকে  অন্য তিনটি আন্তর্জাতিক সেবা সংগঠনের কোন একটি ক্লাবের সাথে স্থানীয় স্তরে …

 






সমাজসেবা মানসিকতাকে আরো বেশী করে সাধারন মানুষের মধ্যে পৌঁচ্ছে দিতে  লায়ন্স ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট  ডগলাস এক্স আলেকজান্দ্রা পৃথিবীর সমস্ত লায়ন্স ক্লাবকে  অন্য তিনটি আন্তর্জাতিক সেবা সংগঠনের কোন একটি ক্লাবের সাথে স্থানীয় স্তরে যৌথ ভাবে কাজ করার আহ্বান জানিয়েছিলেন।  তার জন্যে  " সেলিব্রেট কমিউনিটি "  নামের একটি প্রকল্পের মাধ্যমে  ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে লায়ন্স ক্লাব গুলিকে নির্দিষ্ট কয়েকটি কর্মসূচীর যে কোন একটি গ্রহনের নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক লায়ন্স প্রেসিডেন্ট ।

প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সভাপতির আহ্বানে সাড়া দিয়ে কাঁথি লায়ন্স ক্লাব প্রথমবার  কাঁথি রোটারী ক্লাবের সাথে যৌথ ভাবে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল।শনিবার

" সেলিব্রেট কমিউনিটি " প্রকল্পের অঙ্গ হিসাবে কাজলা জনকল্যান সমিতির "তপোবন শিশু আবাস" এর আবাসিক  অনাথ শিশুদের নিয়ে বিজয়া দশমী  ও রিলিভিং দ্যা হাঙ্গার কর্মসূচী পালন করল।

এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র,কাঁথি রোটারী ক্লাবের আইপিপি স্বপন মাইতি,লায়ন্স ডিস্ট্রিক্টের প্রাক্তন গভর্নর মীনাক্ষ মাইতি,রোটারী ক্লাবের সম্পাদক অর্ধেন্দু দাস,কাঁথি লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য লায়ন্স ডিস্ট্রিক্টের চেয়ারম্যান বারিদ বরন মন্ডল,রোটারী ক্লাবের অন্যতম কর্মকর্তা গৌতম রায় প্রমুখ।

কাজলা জনকল্যান সমিতির সম্পাদক স্বপন পন্ডা দুটি আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।উৎসবের মাঝেও যে ভাবে এই দুই প্রতিষ্ঠান অসহায় শিশুদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন,তাদের সাথে বিজয়া দশমীর আনন্দ ভাগ করে নিচ্ছেন  তা সমাজের কাছে শিক্ষনীয় বলে দাবী করেন স্বপন বাবু ।

কাঁথি লায়ন্স ক্লাবের মার্কেটিং চেয়ারপার্সন তপন সাহু জানিয়েছেন তপোবন শিশু আবাসের আবাসিকদের বিজয়ায় মিস্টি খাওয়ানো হয়েছে।সেই সাথে তাদের হাতে নিত্য ব্যাবহার্য ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

No comments