Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"গুলাব" ঘূর্ণিঝড় সতর্ক প্রশাসন, দীঘায় টহল শুরু NDRF

স্থলভাগে প্রবেশ করেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় গুলাব। সেই সঙ্গে অঙ্কুরে বিনাশ ঘটেছে নতুন নিম্নচাপের। ফলে সমুদ্র উপকূলে ঝড়বৃষ্টির অগ্রগতির সম্ভাবনা কিছুটা হলেও থাকছে । হাওয়া অফিসের পূর্বাভাস মতো  মঙ্গলবার  ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও…

 




স্থলভাগে প্রবেশ করেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় গুলাব। সেই সঙ্গে অঙ্কুরে বিনাশ ঘটেছে নতুন নিম্নচাপের। ফলে সমুদ্র উপকূলে ঝড়বৃষ্টির অগ্রগতির সম্ভাবনা কিছুটা হলেও থাকছে । হাওয়া অফিসের পূর্বাভাস মতো  মঙ্গলবার  ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও উপকূলের আবহাওয়ার তেমন কোনও উন্নতি ঘটেনি। আকাশ মেঘলা  সামান্য উত্তাল সমুদ্র। সঙ্গে  বৃষ্টিও ।কিন্তু সর্বোপরি মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্ব ঘোষণা অনুযায়ী দিঘা এবং লাগোয়া তাজপুর, মন্দারমণি, শঙ্করপুরে জারি রাখা হয়েছে সতর্কবার্তা। তাই সমুদ্র বিমুখ পর্যটকরা। আর যাঁরা এসে ছিলেন, লটবহর নিয়ে তাঁরাও ফিরেছেন প্রশাসনিক নির্দেশ মেনে। সেই সঙ্গে সৈকতজুড়ে টহল শুরু হয়েছে এনডিআরএফ টিমের। সবটাই নিরাপত্তার নিশ্চয়তার জন্য বলে দাবি প্রশাসনের।

No comments