Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মৎস্য মন্ত্রীর তৎপরতায় বিকল ট্রলার থেকে মৎস্যজীবী উদ্ধার

মৎস্য মন্ত্রী অখিল গিরির তৎপরতায় মাঝ সমুদ্রে বিকল হয়ে যাওয়া মা শীতলা নেপাল মাছধরা ট্রলারের ১২ জন মৎস্যজীবি প্রাণে বাঁচলেন। গত ৫ দিন আগে দেশপ্রাণ ব্লকের ছনবেড়িয়া গ্রামের মণি গিরির মা শীতলা নেপাল মাছধরা ট্রলার ১২ জন মৎস্যজীবিকে নিয়…

 







মৎস্য মন্ত্রী অখিল গিরির তৎপরতায় মাঝ সমুদ্রে বিকল হয়ে যাওয়া মা শীতলা নেপাল মাছধরা ট্রলারের ১২ জন মৎস্যজীবি প্রাণে বাঁচলেন। গত ৫ দিন আগে দেশপ্রাণ ব্লকের ছনবেড়িয়া গ্রামের মণি গিরির মা শীতলা নেপাল মাছধরা ট্রলার ১২ জন মৎস্যজীবিকে নিয়ে মাছ ধরতে যায়।গতকাল রাতে উপকূল থেকে প্রায় ৭০ কিমি দূরে মাঝ সমুদ্রে হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। নিম্নচাপের জেরে জলোচ্ছ্বাসে টালমাটাল অবস্থায় মা শীতলা নেপাল ট্রলার ১২ জন মৎস্যজীবিকে নিয়ে ডুবে যাওয়ার প্রহর গুনতে থাকে।ট্রলার থেকে মৎস্যজীবিগন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন ও অাউরাই অঞ্চলের উপপ্রধান দেবাশীষ ভূঞ্যার সাথে প্রাণরক্ষার জন্য যোগাযোগ করতে থাকেন।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরির স্বরণাপন্ন হন।মৎস্য মন্ত্রী অখিল গিরি র হস্তক্ষেপে উপকূল রক্ষী বাহিনীর দুটি জাহাজ অাজ সকালেই  ট্রলারের কাছে পৌঁছে  ১২ জন মৎস্যজীবিকে উদ্ধার করে।

No comments