আজ দুপুর ১টা নাগাদ একটি মেশিন ভ্যান লোহার পাতি বোঝাই করে নিমতৌড়ী থেকে নন্দকুমার দিকে যাচ্ছিল। স্থানীয় সূত্রে জানা যায় ওভার লোডিং থাকায় মেশিন ভ্যানটি উত্তর নারিকেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল…
আজ দুপুর ১টা নাগাদ একটি মেশিন ভ্যান লোহার পাতি বোঝাই করে নিমতৌড়ী থেকে নন্দকুমার দিকে যাচ্ছিল। স্থানীয় সূত্রে জানা যায় ওভার লোডিং থাকায় মেশিন ভ্যানটি উত্তর নারিকেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের। গুরুত্ব যখম হয় চালকের সাথে থাকা এক ব্যক্তির। যখম ব্যাক্তিকে স্থানীয়রা উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। মৃত্যু ব্যক্তির নাম সঞ্জীত ঘোড়াই, বয়স 22 বাড়ি নন্দকুমারের বাড় বহিচবেড়িয়া। আহত ব্যাক্তির নাম অদ্বৈত সামন্ত, বয়স ৩৫ বাড়ি তমলুকের নিমতৌড়ীতে। এই দুর্ঘটনার ফলে দীর্ঘ সময় ধরে মেচাদা হলদিয়া জাতীয় সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনা স্থলে নন্দকুমার থানার পুলিশ এসে মৃত্যু ব্যক্তি উদ্ধার করে ময়না তদন্তে জন্য পাঠায় এবং যানচলাচল স্বাভাবিক করে।
No comments