Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুলিশের জালে পুলিশ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস,

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে লাগাতার সহবাস করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হল এক পুলিশ কর্মী৷ অভিযুক্ত পুলিশ কর্মীর নাম চঞ্চল প্রামানিক।  বাড়ি বাঁকুড়া জেলার নাচনকাণ্ডি গ্রামে। অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।…

 





 বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে লাগাতার সহবাস করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হল এক পুলিশ কর্মী৷ অভিযুক্ত পুলিশ কর্মীর নাম চঞ্চল প্রামানিক।  বাড়ি বাঁকুড়া জেলার নাচনকাণ্ডি গ্রামে। অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্ত পুলিশ কর্মী পুরুলিয়া জেলা পুলিশ লাইনে কর্মরত ছিল৷ ঘটনার তদন্ত শুরু করেছে কাঁথি মহিলা থানার পুলিশ।কাঁথি মহিলা থানা সূত্রে জানা গিয়েছে, কাঁথি শহরের শেরপুর এলাকায় এক বিধবা তরুণীর সঙ্গে ফেসবুকে আলাপ হয় পুলিশ কর্মী চঞ্চল প্রামানিকের। এরপর তাদের প্রেমপর্ব চলতে থাকে। এমনকি ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্র ও পুরুলিয়া নিয়ে গিয়ে সহবাস করার অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মী বিরুদ্ধে৷ পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগে ওই তরুণী পুলিশকে জানায় যে, ছলে বলে কৌশলে ওই পুলিশ কর্মী তার কাছ থেকে দু’লক্ষ টাকা হাতিয়ে নেয়৷ তারপর থেকে অভিযুক্ত চঞ্চল আর যোগাযোগ করছিলেন না বলে অভিযোগ তরুণীর৷অভি়যোগ পরে টাকা ফেরৎ চাইলে জানিয়ে দেয়, টাকা ফেরৎ দিতে পারবে না৷ এমনকি তার পক্ষে বিয়েও করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় সে৷ এরপরই গত ৪ জুলাই কাঁথি মহিলা থানা পুলিশের দ্বারস্থ হয় প্রতারিত তরুণী৷ অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে মহিলা থানার পুলিশ। এরপরই মঙ্গলবার রাতে কাঁথি থানার পুলিশ পুরুলিয়া থেকে অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করে৷

 ধৃতকে তোলা হয় কাঁথি আদালতে৷ অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪১৭, ৩৭৬ ও ৫০৬ সহ একাধিক ধারায় মামলার রুজু করেছে পুলিশ। অন্যদিকে তরুণীর গোপন জবানবন্দি সংগ্রহ করেন বিচারক৷ কাঁথি মহিলা থানার ওসি অষ্টমী সাহু বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’’

No comments