Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্যা পরিস্থিতির অবনতি

ভগবানপুর-১ ব্লকের বন্যা পরিস্থিতির ক্রমাবনতি হয়েই চলেছে। কেলেঘাই নদী বাঁধের ভাঙনের ফলশ্রুতিতে জলের তোড়ে পটাশপুর-১ ব্লকের বিভিন্ন এলাকা প্লাবিত। ভগবানপুর-১ ব্লকের বিভীষণদপুর বাজার, তালতলা বিদ্যুৎ সাব স্টেশন জলের তলায়। কেলেঘাই নদী…

 





ভগবানপুর-১ ব্লকের বন্যা পরিস্থিতির ক্রমাবনতি হয়েই চলেছে। কেলেঘাই নদী বাঁধের ভাঙনের ফলশ্রুতিতে জলের তোড়ে পটাশপুর-১ ব্লকের বিভিন্ন এলাকা প্লাবিত। ভগবানপুর-১ ব্লকের বিভীষণদপুর বাজার, তালতলা বিদ্যুৎ সাব স্টেশন জলের তলায়। কেলেঘাই নদীর জল ভগবানপুর,বেউদিয়া,কাজলাগড় প্রভৃতি অঞ্চলে ঢুকে বন্যা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। পটাশপুর-১ ও ভগবানপুর-১ ব্লকের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্হা বিপর্যস্ত। পানীয়জলের সঙ্কট চরমে উঠেছে। শুকনো খাবারের জন্য মানুষ হাপিত্যেশ করছেন।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন পটাশপুর বিধানসভা কেন্দ্রের বানভাসি মানুষজনের পাশাপাশি ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কেরোসিন তেল,মোমবাতি, শুকনো খাবার, পানীয়জল, ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী বরাদ্দ করার অাবেদন জানিয়েছেন।




No comments