Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে" বিদ্যাসাগর স্মারক বক্তৃতা" দিচ্ছেন অধ্যাপক ডঃ লায়েক আলি খান মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়

আজ 26 সেপ্টেম্বর 20 21 রবিবার, পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল  মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় আয়োজিত  পন্ডিত ঈশ্বরচন্দ্র " বিদ্যাসাগর স্মারক বক্তৃতা " অনুষ্ঠান কোভিড স্বাস্থ্যবিধি নিয়ম মেনে মহিষাদল রাজ কলেজের নতুন ভবনে…

 





 আজ 26 সেপ্টেম্বর 20 21 রবিবার, পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল  মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় আয়োজিত  পন্ডিত ঈশ্বরচন্দ্র " বিদ্যাসাগর স্মারক বক্তৃতা " অনুষ্ঠান কোভিড স্বাস্থ্যবিধি নিয়ম মেনে মহিষাদল রাজ কলেজের নতুন ভবনের ছয় তলার একটি রুমে অনুষ্ঠিত হয়।


বলে জানিয়েছেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুব্রত কুমার দে। অনুষ্ঠানের প্রারম্ভে  পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ফটোতে পুষ্পার্ঘ্য দিয়ে প্রণাম জানান প্রধান বক্তা অধ্যাপক ডঃ  লায়েক আলি খান, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুব্রত কুমার দে, মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ ড: অসীম কুমার বেরা সহ উপস্থিত বিভিন্ন অধ্যাপক এবং ছাত্র-ছাত্রীগণ।এদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড : লায়েক আলি খান । উপস্থিত ছিলেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়-- এর  উপাচার্য ডঃ সুব্রত কুমার দে, মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ ড: অসীম কুমার বেরা, ডঃ আশীষ দে , মহিষাদল রাজ কলেজের ইংরেজি বিভাগের হেড, ড: জয়ন্ত কুমার দে, মহিষাদল রাজ কলেজের গণিত বিভাগের হেড , ড : প্রভাস কুমার রায় , মহিষাদল রাজ কলেজ এর বাংলা বিভাগের হেড ও অধ্যাপক অমিতাভ মিস্ত্রি ,মহিষাদল রাজ কলেজের বাংলা বিভাগের হেড প্রমুখ। আজকের এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মোট ৮ জন ছাত্রী উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের প্রধান বক্তা অধ্যাপক ডঃ লায়েকআলি খান পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তার জীবনী সম্পর্কে প্রায় দু'ঘণ্টা সময় ধরে বক্তব্য রাখেন ।

No comments