মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক যুবক। ঘটনাটি ঘটেছে দুর্গাচক থানার অন্তর্গত ঝিকুরখালি হলদিয়া পৌরসভা ৭ নং ওয়ার্ডে । গতকাল রাতে ৭.৩০pm নাগাদ এক অজানা যুবককে দেখে এলাকায় শোড়গোল পড়ে যায়। ছেলেটি র নাম আরিফ , এছাড়া সে …
মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক যুবক। ঘটনাটি ঘটেছে দুর্গাচক থানার অন্তর্গত ঝিকুরখালি হলদিয়া পৌরসভা ৭ নং ওয়ার্ডে । গতকাল রাতে ৭.৩০pm নাগাদ এক অজানা যুবককে দেখে এলাকায় শোড়গোল পড়ে যায়। ছেলেটি র নাম আরিফ , এছাড়া সে আর কোন কিছু তথ্যই দেয়নি। ঐ ব্যক্তি, হলদিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নন্দন বলিদা নামে এক এলাকাবাসীর মোবাইল ফোন চুরি করে।এমনটাই অভিযোগ করে এলাকাবাসী। পরে ওই ব্যক্তিকে স্থানীয় দুর্গাচক থানায় পুলিশ অফিসারের হাতে তুলে দেন এলাকায় মানুষ। তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন টিও থানায় জমা করা হয়।
No comments