Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া কোস্টগার্ড উদ্যোগে গুলাব সাইক্লোন মোকাবিলায় ডিজাস্টার রিলিফ টিম গঠন

গুলাব সাইক্লোন মোকাবিলায় হলদিয়ায় ডিজাস্টার রিলিফ টিম গঠন করল কোস্টগার্ড। সোমবার বিকেল থেকে তার প্রস্তুতি শুরু করল হলদিয়া কোস্টগার্ড। সাইক্লোন সম্পর্কে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবী ও উপকূলের মানুষজনকে আগাম সতর্ক করতে রিমো…

 






 গুলাব সাইক্লোন মোকাবিলায় হলদিয়ায় ডিজাস্টার রিলিফ টিম গঠন করল কোস্টগার্ড। সোমবার বিকেল থেকে তার প্রস্তুতি শুরু করল হলদিয়া কোস্টগার্ড। সাইক্লোন সম্পর্কে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবী ও উপকূলের মানুষজনকে আগাম সতর্ক করতে রিমোট অপারেটিং সিস্টেম(আরওএস) ব্যবহার করছে কোস্টগার্ড। এদিন সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে হলদিয়া কোস্টগার্ড জানায়, রাজ্যের মৎস্যদপ্তর ও মৎস্য সংগঠনগুলি জানিয়েছে, সমুদ্র থেকে সমস্ত মৎস্যজীবী ট্রলার ও বোট ডাঙায় ফিরেছেন। অনেকে বিভিন্ন খাঁড়ি এলাকায় নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। হলদিয়ামুখী সমস্ত জাহাজকে সাইক্লোন নিয়ে সতর্ক করে তাদের মাঝসমুদ্রে অপেক্ষা করতে বলা হয়েছে এবং তাদের সঙ্গে এমএমবি রেডিওর মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। জাহাজগুলিকে আরওএস করে সমস্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কোস্টগার্ড। একই নির্দেশ দেওয়া হয়েছে হলদিয়া বন্দরেও। আম্ফান ও যশ থেকে শিক্ষা নিয়ে বন্দরে নোঙর করা জাহাজগুলি ও বন্দর কর্তৃপক্ষ সব ব্যবস্থা নিয়েছে বলে জানা গিয়েছে।

No comments