Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যাসাগর -সন্দীপ চক্রবর্ত্তী

বর্ণের সাথে হল পরিচয়তোমার হাতটি ধরে ঈশ্বর তুমি জড়িয়ে রয়েছো বাংলার স্বরে স্বরে।
দারিদ্র্য নিয়ে লড়াই করেছো শৈশব কাল থেকেতখন থেকেই গরিবের তরেকতকিছু গেলে রেখে ।
মাতৃশ্রদ্ধা যতটা দেখেছিসাধারণ তাহা নয়ভরা বর্ষায় দামোদরে ঝাঁপভক্তির পরিচয…

 






     


বর্ণের সাথে হল পরিচয়

তোমার হাতটি ধরে

 ঈশ্বর তুমি জড়িয়ে রয়েছো

 বাংলার স্বরে স্বরে।


দারিদ্র্য নিয়ে লড়াই করেছো 

শৈশব কাল থেকে

তখন থেকেই গরিবের তরে

কতকিছু গেলে রেখে ।


মাতৃশ্রদ্ধা যতটা দেখেছি

সাধারণ তাহা নয়

ভরা বর্ষায় দামোদরে ঝাঁপ

ভক্তির পরিচয় ।


জ্ঞানের আলোক শিখা জ্বেলেছেন

সবাকার মনেপ্রাণে

বাংলার সমাজ সংস্কারক হয়ে

আসীন সিংহাসনে ।


দেশের নারীর শিক্ষাপ্রসারে 

সাক্ষী বাংলার ভূমি 

কুসংস্কার মুক্ত ভারত গড়তে

তোমার তুলনা তুমি ।


নারীরা পেয়েছে মুক্তির স্বাদ

বৈধব্যকে হারিয়ে

প্রথম কালজয়ী পদক্ষেপ

সনাতন সীমা ছাড়িয়ে।


বিধবার বিয়ে অন্যায় নয়

খুশিতে বিধবা নারী

পুত্রের সাথে বিধবার বিয়ে

প্রথম করেছো জারি ।


বহুবিবাহ সেও ছিলো এক

মহা সামাজিক রোগ ।

অনেক লড়াই সংগ্রাম করে

করেছিলে তাকে রোধ।


আত্মমর্যাদা ও সততায় তুমি

 অবিচল আমরণ 

ভণ্ডামি আর মিথ্যাকে  তুমি 

 করেছিলে বর্জন ।


অজেয় পুরুষ অপার অক্ষয়

ছিলো মনুষ্যত্ববোধ 

সাম্প্রদায়িক সম্প্রীতির বাঁধনে

জাগালে মূল্যবোধ।

বিদ্যার সাগর সংস্কারক হয়ে 

দয়ার সাগরও তুমি

প্রতি ক্ষণে ক্ষণে আমরা তোমার

চরণ যুগল চুমি ।


No comments