Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলায় শুরু হলো রাজ্য সরকারের নতুন কর্মসূচি দুয়ারে ভ্যাকসিন

বৃহস্পতিবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হলো রাজ্য সরকারের নতুন কর্মসূচি দুয়ারে ভ্যাকসিন। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তর প্রাঙ্গণে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি …

 





বৃহস্পতিবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হলো রাজ্য সরকারের নতুন কর্মসূচি দুয়ারে ভ্যাকসিন। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তর প্রাঙ্গণে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কোমল। এই কর্মসূচি প্রথম পর্যায়ে মেদিনীপুর পৌরসভার 25 টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় 80 বছরের ঊর্ধ্বে বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়ী গিয়ে আশা কর্মীরা ভ্যাকসিন দেবে। এরফলে একদিকে যেমন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের কষ্ট করে ভ্যাকসিনেশন সেন্টারে আসতে হবে, তেমনই এই পরিষেবার মাধ্যমে খুব সহজেই বয়স্ক মানুষেরা ভ্যাকসিন পেয়ে যাবে। এদিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, পৌরসভার পৌর প্রশাসক সৌমেন খান, পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সহ অন্যান্য আধিকারিকগন। জেলাশাসক জানান, আপাতত এই কর্মসূচি মেদিনীপুর পৌরসভার 25 টি ওয়ার্ডে চালু হলো। সপ্তাহে চারদিন দুয়ারে সরকারের এই গাড়ি পৌর এলাকায় পরিষেবা দেবে। ফোন নাম্বারের যোগাযোগের মাধ্যমে ভ্যাকসিন পাওয়া যাবে। এ কর্মসূচি সফল হলে আগামী দিনে পশ্চিম মেদিনীপুরের অন্যান্য পৌরসভা এলাকাতেও চালু করা হবে "দুয়ারে ভ্যাকসিন" কর্মসূচি।

No comments