পূর্ব মেদিনীপুর জেলার এগরা- রামনগর রাস্তায় পানিপারুল ব্রিজের উঠার মুখেই পিচ রাস্তায় ধ্বস নেমেছে। নিম্নচাপ জনিত কারণে কয়েকদিনের অঝোর বৃষ্টিতে এই বিপত্তি বলে জানা গেছে। রাস্তায় বিরাট ফাটলে ব্রিজেরও বিপত্তি ঘটতে পারে বলে বিশেষজ্ঞ মহ…
পূর্ব মেদিনীপুর জেলার এগরা- রামনগর রাস্তায় পানিপারুল ব্রিজের উঠার মুখেই পিচ রাস্তায় ধ্বস নেমেছে। নিম্নচাপ জনিত কারণে কয়েকদিনের অঝোর বৃষ্টিতে এই বিপত্তি বলে জানা গেছে। রাস্তায় বিরাট ফাটলে ব্রিজেরও বিপত্তি ঘটতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। রাস্তার এই ফাটলে দীঘার সাথে সংযোগকারী বিকল্প রাস্তা যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে বলে অাশঙ্কা। রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি ও এগরার বিধায়ক তরুণ মাইতি ইতিমধ্যে প্রশাসনিক মহলকে জরুরী ভিত্তিতে রাস্তা মেরামতী র বার্তা পাঠিয়েছেন। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন পানিপারুল ব্রিজের উঠার মুখেই ফাটল ধরা রাস্তার অবিলম্বে মেরামতীর দাবী জানিয়ে জেলাশাসক ও পূর্ত( সড়ক) দপ্তর কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন।
No comments