Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নেতা মন্ত্রীর দেখা মেলে ভোটের সময় বিপদের সময় কেউ পাশে নেই জলবন্দী মানুষদের অভিযোগ

নেতা মন্ত্রীর দেখা মেলে ভোটের সময় বিপদের সময় কেউ পাশে নেই জলবন্দী মানুষদের অভিযোগনিম্নচাপের প্রভাবে মঙ্গলবার বিকেল থেকেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত।  মঙ্গলবার সন্ধ্যা থেকেই জেলার কোলাঘাট,পাঁশকুড়া,তমলুক,হল…

 




 নেতা মন্ত্রীর দেখা মেলে ভোটের সময় বিপদের সময় কেউ পাশে নেই জলবন্দী মানুষদের অভিযোগ

নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার বিকেল থেকেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত।  মঙ্গলবার সন্ধ্যা থেকেই জেলার কোলাঘাট,পাঁশকুড়া,তমলুক,হলদিয়া,চন্ডীপুর সর্বত্রই নিম্নচাপের জেরে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত চলছে। বুধবার সকাল থেকে বৃষ্টির জেরে একপ্রকার গৃহবন্দী মানুষজন। তবে সমস্যায় পড়েছ কোলাঘাট পাঁশকুড়া এলাকার জলবন্দি মানুষেরা। প্রায় মাসখানেক জলবন্দি রয়েছে। এরপর গতকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় চরম সমস্যায় পড়েছে কয়েকশ পরিবার। জল কবে কমবে সেই দিকে তাকিয়ে সাধারন মানুষ। 

কোলাঘাট ব্লকের সিদ্ধা ১ নং অঞ্চলের জিঞাদা গ্রামের ৪০০ পরিবার জলমগ্ন অবস্থায় রয়েছে দীর্ঘ এক মাস। এলাকায় হাঁটু সমান জল দাঁড়িয়েছে, ডুবেছে ঘরবাড়ি, ঘরের বাইরে পা দিলেই ছাতি সমান জল। রোগীদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতেও সমস্যায় পড়ে এলাকার জলবন্দি মানুষজন। যে কারনে ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন গৃহবধূ। 

ভোট এলে নেতা মন্ত্রীর দেখা মেলে কিন্তু বিপদের সময় কেউ পাশে নেই বলে অভিযোগ জলকষ্টে ভুক্তভোগী মানুষদের। তবে এলাকায় ব্লক থেকে বোট পাঠানোর কথা থাকলেও তা এখনও মেলেনি , পরিদর্শনেও আসেনি বিডিও যাঁর ফলে ক্ষোভ প্রকাশ করছে এলাকার মানুষজন। বিদ্যুত নেই, খাওয়ার ঠিক মতো পাচ্ছে না, এক কথায় দীর্ঘ একমাস একই পরিস্থিতির স্বীকার তাঁরা। কবে মিলবে সুরাহা তা আজও অজানা তাঁদের কাছে।

No comments