Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কর্নিয়া দানে মানুষকে উৎসাহী করতে ব্যাপক প্রচারে নামলো কাঁথি লায়ন্স ক্লাব

চক্ষুদান পক্ষে ব্যাপক প্রচার কাঁথি লায়ন্স ক্লাবেরচক্ষুদান পক্ষে কর্নিয়া দানে মানুষকে উৎসাহী করতে ব্যাপক প্রচারে নামলো কাঁথি লায়ন্স ক্লাব।সারা পৃথিবী জুড়ে অন্ধত্বের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।সেই সমস্যা থেকে রেহাই নেই আমাদের রাজ্য…

 





চক্ষুদান পক্ষে ব্যাপক প্রচার কাঁথি লায়ন্স ক্লাবের

চক্ষুদান পক্ষে কর্নিয়া দানে মানুষকে উৎসাহী করতে ব্যাপক প্রচারে নামলো কাঁথি লায়ন্স ক্লাব।সারা পৃথিবী জুড়ে অন্ধত্বের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।সেই সমস্যা থেকে রেহাই নেই আমাদের রাজ্যেরও।এই অবস্থায় জাতীয় চক্ষুদান পক্ষে মানুষকে আরো বেশী করে কর্ণিয়া দানে উৎসাহী করার উদ্যোগ নিলো কাঁথি লায়ন্স ক্লাব।উল্লেখ্য ২৫ আগষ্ট থেকে ৮ সেপ্টেম্বর অবধি এই ১৫ দিনকে জাতীয় চক্ষুদান পক্ষ ঘোষনা করেছে কেন্দ্র সরকার।

কাঁথি লায়ন্স ক্লাবের স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান ডাঃ জি কে ঘোষ বলেন আমাদের ক্লাব দীর্ঘ কয়েক দশক ধরে চক্ষু বিষয়ক স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত গুরুত্বের সাথে দিয়ে চলেছে।মানুষকে অন্ধত্বের হাত থেকে রক্ষা করা আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের একটি অন্যতম গুরুত্বপূর্ন কর্মসূচী।তাই এবার আরো একটু বেশী গুরুত্ব দিয়ে এই প্রকল্পে ঝাঁপিয়ে পড়েছে ক্লাব।

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন মানুষকে মৃত্যুর পরে কর্ণিয়া দানে উৎসাহী করতে শহরের বিভিন্ন প্রান্তে ফ্লেক্স লাগিয়ে প্রচার চালানো হচ্ছে।এর পাশাপাশি কাঁথি লায়ন্স ক্লাবের ভোলানাথ মেমোরিয়াল চক্ষু হাসপাতালের করোনা ভ্যাকসিনেশান সেন্টারে টিকা নিতে আসা মানুষদের সামনে এই সমস্যার কথা তুলে ধরে তাঁদের কর্ণিয়া দানে উৎসাহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।সুস্মিত মিশ্র জানিয়েছেন ক্লাবের স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান ডাঃ জি কে ঘোষ তাঁর ভাষনের মাধ্যমে ভ্যাকসিন নিতে আসা মানুষদের এই বিষয়ে ওয়াকিবহাল করেন ।

No comments