পূর্ব মেদিনীপুর কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতি অফিসের বাথরুমে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। পঞ্চায়েত সমিতির (জুনিয়ার ইঞ্জিনিয়ার এগ্রিঃ ইরিগেশন)তারুন কুমার পতি । অফিস চলাকালীন বাথরুমের মধ্যে সিলিং ফ্যানের আংটায় দড়ি…
পূর্ব মেদিনীপুর কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতি অফিসের বাথরুমে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। পঞ্চায়েত সমিতির (জুনিয়ার ইঞ্জিনিয়ার এগ্রিঃ ইরিগেশন)তারুন কুমার পতি । অফিস চলাকালীন বাথরুমের মধ্যে সিলিং ফ্যানের আংটায় দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে। ব্যাপক হইচই চাঞ্চল্য ছড়িয়েছে অফিসসহ গোটা এলাকায়।
বিডিও অফিসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। দীর্ঘ সময় বাথরুমের দরজা বন্ধ থাকায় ধাক্কা দিয়ে খোলার পরই বিডিও অফিসে কর্মরত কর্মচারীগন দেখতে পায় কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারুন কুমার পতি ফ্যান ঝোলানোর আংটায় দড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। এরপরই আত ঙ্কিত হয়ে পড়েন বিডিও অফিসের কর্মচারীরা।
এরপরই খবর পেয়ে দোতলার শৌচালয়ে এসে পৌঁছয় বিডিও অবোধ সিঙ্গল। পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, কাঁথি মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানী। কাঁথি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়, উনি প্রত্যেক দিনের মতো এদিন স্বাভাবিক ভাবে সময় মতো অফিসে আসেন, তাঁরপরেই এমন দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁথি থানার পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তবে কি কারনে খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে পুলিশ। সরকারি অফিসে কর্মরত ইঞ্জিনিয়ার এর মৃত্যু ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি লিখিত অভিযোগ করেছেন কাঁথি মহকুমা শাসকের নিকট , তিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক অভব সিংহল কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। তিনি বলেন কাঁথি ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর অসভ্য আচরণের কারণেই কর্মরত অবস্থায় দপ্তর এর মধ্যে অকস্মাৎ মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছি। এই মর্মান্তিক ঘটনার জন্য কাঁথি এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অভব সিংহল (আইএএস) বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আইনানুগ ব্যবস্থা মধ্য দিয়ে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তিনি আরও জানায় এই আধিকারিক দিনের-পর-দিন গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসের সমস্ত কর্মরত শ্রমিকদের সঙ্গে অশালীন ব্যবহার এবং নিপীড়ন করে চলেছেন।যাহা কর্মচারীদের নিকট দুবীসহ হয়ে উঠেছে ।
No comments