Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কৃষ্ণ কেন রাধে রাধে বলেন⁉️

একদিন রুক্মিণী পরমেশ্বর ভগবানকে সেবা করার জন্য, ভগবান কে দুধ খেতে দিলেন ।দুধটা বেশী গরম ছিল, কৃষ্ণের জিহ্বা পুড়ে গেল গরম দুধ পান করে, উনি ব্যথা আর জ্বালার জন্য ছটফঠ করতে লাগলেন, তখন ওনার মুখদিয়ে একটাই শব্দ বের হলো..হে রাধে!....হ…

 







একদিন রুক্মিণী পরমেশ্বর ভগবানকে সেবা করার জন্য, ভগবান কে দুধ খেতে দিলেন ।

দুধটা বেশী গরম ছিল, কৃষ্ণের জিহ্বা পুড়ে গেল গরম দুধ পান করে, উনি ব্যথা আর জ্বালার জন্য ছটফঠ করতে লাগলেন, তখন ওনার মুখদিয়ে একটাই শব্দ বের হলো..হে রাধে!....হে রাধে!


কথাটা শুনেই রুক্মিণী বলে উঠলেন••••

প্রভু, রাধার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই , আপনি প্রত্যেকটি নিশ্বাসের সঙ্গে রাধার নাম নেন, আমিওতো আপনাকে প্রাণ দিয়ে ভালবাসি, আপনি কখনো কোনো কষ্টে আমার নাম নেন না কেন ?

শ্রী কৃষ্ণ ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছেন, উনি বললেন,তুমি কি কখনো রাধাকে দেখেছ ? এইটুকু বলেই স্মিতভাবে হাসতে লাগলেন ৷

পরেরদিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন ৷

রাধার ঘরের বাইরে অপরূপ সুন্দরী দাঁড়িয়ে ছিলেন, ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন যে ইনিই হবেন রাধা, আর ওনার চরণ স্পর্শ করতে গেলেন ৷

জয় কৃষ্ণমনোমোহিনী রাধে।

সুন্দরী মহিলা জিজ্ঞাসা করলেন,

"কে আপনি" ?

রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং আসার কারণ বললেন ৷

সুন্দরী মহিলা বললেন, আমি রাধার দাসী, আর রাধার ঘরে যাওয়ার আগে এইরকম সাতটি দরজা পার করতে হয় ৷

রুক্মিণী এক একটি দরজা পার করছিলেন আর অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন, যাঁর দাসীরা এমন সুন্দরী, তিনি নিজে না জানি কত সুন্দরী হবেন ৷ ভাবতে ভাবতে উনি পৌঁছোলেন রাধার কক্ষে, রাধা রানীর রূপ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন রুক্মিণী, রাধা রানীর

অপরুপ চেহারায় সূর্যের থেকেও বেশী তেজ ছিল। রুক্মিণী সোজা রাধার পায়ে পড়লেন ,কিন্তু একি

রাধার সারা শরীরে ফোসকা ,রুক্মিণী কারণ জিজ্ঞাসা করলেন রাধারানীকে -

রাধারাণী বললেন,আপনি যেই দুধ ওনাকে খেতে দিয়েছিলেন, ওটা বেশী গরম ছিল, দুধ খেয়ে ওনার জিহ্বাতে ফোসকা পড়েছিল, আর উনি হে রাধে ,হে রাধে বলার সঙ্গে সঙ্গে সব ফোসকা আর সব ব্যথা আমার শরীরে এসে গেছে। এরপর ওনাকে কিছু খেতে দেওয়ার আগে নিজে আপনি খেয়ে দেখে নেবেন । রুক্মিণী, এটা কি করে সম্ভব? 

রাধারাণী : এটা তখনই সম্ভব যখন আপনি কারোর হৃদয়ে বাস করবেন, মস্তিষ্কে নয়।

No comments