Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথির ডরমেটরিতে যুব তৃনমূল সমাবেশ

সেফ খেলা নেতাদের চিহ্নিত করে দল থেকে বের করুন,রাখতে হলে তাদের দিয়ে চা কফি সার্ভ করান-সায়নী

কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের অাহ্বানে অাজ ডরমিটরি মাঠে কর্মীসম্মেলন অায়োজিত হয়। সভাপতিত্ব করেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপ…

 







সেফ খেলা নেতাদের চিহ্নিত করে দল থেকে বের করুন,রাখতে হলে তাদের দিয়ে চা কফি সার্ভ করান-সায়নী



কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের অাহ্বানে অাজ ডরমিটরি মাঠে কর্মীসম্মেলন অায়োজিত হয়। সভাপতিত্ব করেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি। মূখ্য বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ,দেবাংশু ভট্টাচার্য, রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ মাইতি, জেলা চেয়ারম্যান অভিজিৎ দাস, অধ্যাপক জ্যোতির্ময় কর,অর্ধেন্দু মাইতি, বিধায়ক উত্তম বারিক, জেলা কোঅরডিনেটর মামুদ হোসেন, বিকাশ বেজ,কাজল বর্মন, প্রাক্তন বিধায়ক অমিয় ভট্টাচার্য, পৌর প্রশাসকমন্ডলীর চেয়ারপারসন হরিসাধন দাস অধিকারী সহ ১৪ টি ব্লক ও দুটি পুরসভার দলীয় ও যুব সংগঠন সহ সমস্ত শাখা সংগঠন সমূহের কর্মকর্তা গণ। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি সহ বিজেপির বিভেদ ও মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশজুড়ে অান্দোলন-সংগ্রামে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন যারা  সেফ খেলবে বলে প্রাচীরের উপর বসেছিল,যে দল জিতবে সেদিকে লাফ মারব তাদের চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে।আর যদি থেকেও যায় তাদের  চা কফি  আনতে দাও।বুথে বুথে তাদের দিয়ে এগুলো সার্ভ করাও।ওদের আর নেতা হওয়া হবে না।এটাই ওদের প্রায়শ্চিত্ত। রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি তার বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঁথি ও এগরা পৌরসভা উপহার দিয়ে কাঁথি ও এগরার উন্নয়নের জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ মাইতি কাঁথি সাংগঠনিক জেলার দলীয় সংগঠন ও শাখা সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দূর্গ গড়ে তোলার ডাক দেন।জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি অাজকের যুবসম্মেলন কে যৌবনের প্লাবন বলে অভিহিত করে কাঁথি থেকে বিভেদ,বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে যুবসমাজকে গর্জে ওঠার অাহ্বান জানান। জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা মামুদ হোসেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অর্থনৈতিক নীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার অাহ্বান জানান।

No comments