ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/PIiuCcYh3Xo
দুয়ারে সরকারের পরিষেবা দিতে এবার বাড়ি বাড়ি যাচ্ছেন ব্লক প্রশাসিনের আধিকারিকরা। যে সমস্ত বয়স্ক পুরুষ, মহিলা কিংবা প্রস্তুতি মায়েরা বা প্রতিবন্ধীরা দুয়ারে সরকারের ক্যাম্পে যেতে পা…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/PIiuCcYh3Xo
দুয়ারে সরকারের পরিষেবা দিতে এবার বাড়ি বাড়ি যাচ্ছেন ব্লক প্রশাসিনের আধিকারিকরা। যে সমস্ত বয়স্ক পুরুষ, মহিলা কিংবা প্রস্তুতি মায়েরা বা প্রতিবন্ধীরা দুয়ারে সরকারের ক্যাম্পে যেতে পারছেন না তাদের বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে সরকারের প্রকল্পের পরিষেবা তুলে দেওয়া হচ্ছে। এদিন মহিষাদল ব্লকের নাটশাল-২ গ্রামপঞ্চায়েত এলাকার মানুষদের পরিষেবা দিতে যান মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল, জয়েন্ট বিডিও বনমালী হালদার, সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিন বয়স্কদের বার্ধক্য ভাতা, প্রসূতি মেয়েদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিষেবা তুলে দেওয়া হয়। আগামীদিনে ব্লক জুড়ে অন্যান্য গ্রামপঞ্চায়েত এলাকার মানুষদের জন্য এই ধরনের পরিষেবা দেওয়া হবে বলে জানান বিডিও যোগেশ চন্দ্র মন্ডল।।
No comments