এ জন্মঅপরূপ আলোয় ছায়ায়বাতাসে মাটিতে জলেআমাদের প্রেমে।তুমি আর আমিবাঁধা পড়ি কুঞ্জমায়ায়।প্রেমের পরাণ মাখে উজ্জ্বল দীপ;সমস্ত শঙ্কার পাশে অসমর্ণ আলো,হাতে হাতে বোনা হয় মরমী ফসল।বেরোয় অন্ধগলি ভানুরাত কালো,অকৃপণ উদ্যোগে জীবন সচল।শ্বাশত …
এ জন্ম
অপরূপ আলোয় ছায়ায়
বাতাসে মাটিতে জলে
আমাদের প্রেমে।
তুমি আর আমি
বাঁধা পড়ি কুঞ্জমায়ায়।
প্রেমের পরাণ মাখে উজ্জ্বল দীপ;
সমস্ত শঙ্কার পাশে অসমর্ণ আলো,
হাতে হাতে বোনা হয় মরমী ফসল।
বেরোয় অন্ধগলি ভানুরাত কালো,
অকৃপণ উদ্যোগে জীবন সচল।
শ্বাশত স্নেহমায়া
দূর্বাঘাসের পেশীতে পেশীতে জাগে শ্রমমুখী গান,
যত্নে জীবন আলো
ম্লান বনবাসে
আলস্য যাপন ভেঙ্গে।
একা তো সম্পূর্ণ নয় পুরুষ বা নারী,
যৌথ প্রয়াসে ফোটে ভরসা প্রসুন।
মিথ্যা অহং কেন তুলে তরবারি?
জ্ঞানের স্পর্শ পাক,
কলুষিত ধূলো ধোঁয়া ঝেড়ে
খুঁজে নাও জীবন।
ধীর বোঝাপড়া,
তবু ক্লান্তি সরায়-
তোমার ভাবনা ভারে
দিয়েছ জীবন।
আমার অস্থিরতা সুস্থতা পায়,
কথা সুর সঙ্গ ভালোবাসায়।
স্বপ্নে আকাঙ্খায় হোক অনুগামী ;
কঠিন জীবন ফেলে,
অনুপম ভাষা ফিরে আসে-
চুপিচুপি।
No comments