Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডায়রির পাতা থেকে- শান্তালতা বিশ ই সাহা

অপরিণত হতে পরিণত ভাষা ;অসংখ্য টুকরো কবিতায়।কখনও, হয়তো অবাধ‍্য সময়ের ইশারায়-অব‍্যক্ত ক্ষত,অবিসম্বাদিত সময়ের স্তব্ধ ধারা বেঁধেছে আজীবন বাঁসা-ডায়রির কোন পাতায়।বেলাশেষে স্মৃতির মেদুরতায়, আর-ব‍্যর্থ হিসেবের কোলাজে সামিল।পরিবর্তিত প্রক…

 








অপরিণত হতে পরিণত ভাষা ;

অসংখ্য টুকরো কবিতায়।

কখনও, হয়তো অবাধ‍্য সময়ের ইশারায়-

অব‍্যক্ত ক্ষত,

অবিসম্বাদিত সময়ের স্তব্ধ ধারা বেঁধেছে আজীবন বাঁসা-

ডায়রির কোন পাতায়।

বেলাশেষে স্মৃতির মেদুরতায়, আর-

ব‍্যর্থ হিসেবের কোলাজে সামিল।

পরিবর্তিত প্রকৃতির বেশভূষা আর ভালোবাসাটুকু নিয়ে-

আছে কিছু সংলাপ,

গানের কলি,

রবীন্দ্রকবিতার শব্দধার,

কোলনবন্দী অপক্ক হাতের নিবিড় ভাষায়-

বিক্ষিপ্ত ছবির স্তুপ।

ডায়রির হলদে পাতার ভাঁজে-

কোন এক অভিমানী মন কেমন করা,

উদাসী ভাবনায়- 

ভুলে যেতে চাওয়া কিছু কথা।

হয়ত অপরিণত বসন্তের বিদায়ের সাজে-

ক্ষীণ প্রত‍্যাশাটুকু সাথে নিয়ে সেই শুকনো গোলাপটি ;

কত না সোহাগী দিয়ে ম্লান করেছিল একদিন,

অথবা দু'ফোঁটা নোনা জলের অভিব‍্যক্তি-

জড়িয়ে আছে স্মৃতির উষ্ণ মাধুরিতে।

তারই রেশ ধরে বলি-

  যখন আমি আনমনা সই ;

  গোধূলি বিকেলের ঢালা রং দেখছি,

  একে একে পোড়া দিনের অমিল হিসেব গুনছি,

  মাঘ-হীন সময়ের সদরে ফেলে আসা-

  তোর নাম ধরে ডাকছি।

মন কেমনের চরিত্রগুলো-

যখন একে অন‍্যকে টেক্কা দিচ্ছে

তারই মাঝে খুঁজছি তোকে.....

তোর কাল্পনিক আঙ্গুল ধরছি।

No comments