Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

থর মরুভূমিতে ডাইনোসরের পায়ের ছাপ!

রাজস্থানের থর মরুভূমিতে মিলল ডাইনোসরের পায়ের ছাপ! জানা গিয়েছে, প্রাগৈতিহাসিক যুগে পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো বৃহদাকার ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গিয়েছে রাজস্থানের জয়সলমীর জেলার থর মরুভূমি অঞ্চলে, থাইয়াট গ্রামের নিকট। এই অঞ্চলে একসম…

 রাজস্থানের থর মরুভূমিতে মিলল ডাইনোসরের পায়ের ছাপ! জানা গিয়েছে, প্রাগৈতিহাসিক যুগে পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো বৃহদাকার ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গিয়েছে রাজস্থানের জয়সলমীর জেলার থর মরুভূমি অঞ্চলে, থাইয়াট গ্রামের নিকট। এই অঞ্চলে একসময় সমুদ্র উপকূল ছিল বলেই মনে করছেন আবিষ্কারকরা। পরবর্তীতে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাপগুলি শক্ত পাথরের মতো হয়ে গিয়েছে। পায়ের ছাপগুলি মোট তিন ধরণের ডাইনোসর প্রজাতির বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এই প্রজাতির ডাইনোসরেরা মূলত ১২ থেকে ১৫ মিটার লম্বা এবং ওজনে ছিল ৫০০ থেকে ৭০০ কেজির। এই তিন প্রজাতির মধ্যে ইউব্রোনেটস জাইগ্যানটিয়াস এবং ইউব্রোনেটস গ্লেনরোসেনসিস প্রজাতির ডাইনোসরগুলির পায়ের ছাপ ৩৫ সেন্টিমিটার। অপর প্রজাতিটি গ্র্যালাটর টেনুয়িস। তার পায়ের ছাপ ৫.৫ সেন্টিমিটার। যোধপুরের জয় নারাইন ব্যাস বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক বীরেন্দ্র সিং পারিহার বলেন, 'এই পায়ের ছাপগুলি ২০০ মিলিয়ন বছর পুরনো। জয়সলমীরের একটি গ্রামের কাছে পাওয়া গিয়েছে ছাপগুলি। তিন পা বিশিষ্ট এই পায়ের ছাপগুলি জুরাসিক যুগের। পায়ের ছাপ থেকে অনুমেয় এগুলি কোনও বৃহদাকার মাংসাশী প্রাণীর।' তিনি আরও জানিয়েছেন, গভীর পর্যবেক্ষণের পর বোঝা সম্ভব হয়েছে এই প্রজাতির ডাইনোসরগুলির দাঁত লম্বা ছিল। হাতের পাঞ্জাও ছিল ভারী। বর্তমান আমেরিকাতেও সেই সময় এই প্রজাতির ডাউনোসরেরা ঘুরে বেড়াত বলেও অনুমান। এই নিয়ে আরও পর্যবেক্ষণ এবং গবেষণা প্রয়োজন বলেও জানান অধ্যাপক। তবে তাঁর কথায়, 'এটা সবে শুরু। আগামীদিনে রাজস্থানে আরও এই ধরণের প্রজাতির পায়ের ছাপ কিংবা দেহাংশের সন্ধান মিলতে পারে।'

উল্লেখ্য, এর আগে ব্রিটেনে হদিশ মিলেছিল ঠিক একইরকম ডাইনোসরের পায়ের ছাপের। হেস্টিংস মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারির কিউরেটর ফিলিপ হ্যাডল্যান্ড এই পায়ের ছাপগুলি আবিষ্কার করেছেন। যিনি একাধারে ব্রিটেনের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকও বটে। তিনি জানিয়েছেন, কেন্ট এলাকায় পাথরের গায়ে ৬টি ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। প্রথমে সেটি হাতির পায়ের ছাপ মনে হলেও। পরে আরও খতিয়ে দেখে বোঝা যায় এটি অর্নিথোপডিক্স নামে বিলুপ্ত প্রজাতির কোনও প্রাণীর। এই পায়ের ছাপ আনুমানিক ১১০ মিলিয়ন বছর পুরনো বলেও জানা গিয়েছিল। বিজ্ঞানীদের অনুমান ছিল, পিঠে কাঁটাজাতীয় অ্যাঙ্কিলোসরাস, তিন পা বিশিষ্ট থেরোপডস, মাংসাশী টাইরেনোসরাস, টাইরেনোসরাস রেক্স, তৃণভোজী ও ডানা বিশিষ্ট অর্নিথোপডসের পায়ের ছাপ এগুলি।

তথ্যসূত্রঃ- এই সময়

No comments