Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘুমন্ত অবস্থায় বন্যার জলে পড়ে মৃত্যু শিশুর

বন্যার জলে পড়ে মৃত্যু হল দেড় বছরের ঘুমন্ত শিশুর। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে ভগবানপুর- ১ ব্লকের  কাজলাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার হিংচাগেড়িয়া  গ্রামে। রাত  দুটোর সময় বিছানায় শিশু কন্যাকে  না দেখতে  পেয়ে   মা খাটের নিচে  দেখেন, মৃ…

 


বন্যার জলে পড়ে মৃত্যু হল দেড় বছরের ঘুমন্ত শিশুর। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে ভগবানপুর- ১ ব্লকের  কাজলাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার হিংচাগেড়িয়া  গ্রামে। রাত  দুটোর সময় বিছানায় শিশু কন্যাকে  না দেখতে  পেয়ে   মা খাটের নিচে  দেখেন, মৃত  অবস্থায়  জলে ভেসে  রয়েছে ঐ শিশু কন্যা। পরিবারে কান্নার রোল। জলের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন বানভাসী পরিবার,সঙ্গে ঘুমোচ্ছিল শিশুটিও, কখন ঘরের মধ্যে জমে থাকা জলে পড়ে গিয়েছিল টের পায়নি কেউ, আচমকা ঘুম ভাঙলে দেখে পাশে মেয়ে নেই। খুঁজতে শুরু করলে হঠাৎ দেখতে পাওয়া যায় খাটের নিচে জমা জলে ভাসছে মেয়ে। এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবার।

No comments