Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুজোর আগেই মুখ্যমন্ত্রীর পাঠানো পুজোর নতুন পোশাক বিতরণ করছেন লক্ষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা মাইতিএবং উপপ্রধান সুদর্শন মাইতি

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। হাতেগোনা আর মাত্র 13 দিন পরেই দুর্গো উৎসব প্রতিটি মণ্ডপে  মণ্ডপে শুরু হতে চলছে। বিভিন্ন সংস্থার কর্তৃপক্ষ গণ মন্ডপ  সাজাতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ব্যস্ত রয়েছেন। মৃৎশিল্পী গনেরাও ব্যস্ত যথাসময়…

 




 বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। হাতেগোনা আর মাত্র 13 দিন পরেই দুর্গো উৎসব প্রতিটি মণ্ডপে  মণ্ডপে শুরু হতে চলছে। বিভিন্ন সংস্থার কর্তৃপক্ষ গণ মন্ডপ  সাজাতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ব্যস্ত রয়েছেন। মৃৎশিল্পী গনেরাও ব্যস্ত যথাসময়ে মণ্ডপ গুলি কে প্রতিমা পাঠানোর জন্য। করোনা আবহে র জন্য সর্বত্র আর্থিক মন্দা দেখা দিয়েছে ।অর্থাভাবে যাতে কোন পুজো  বন্ধ না হয় সেজন্য রাজ্যের মানবিক  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা থেকে শুরু করে রাজ্যে পূজা কমিটির  উদ্যোক্তাদের 50 হাজার টাকা করে অনুদান দিচ্ছেন ।


এছাড়াও প্রতিটি পূজা মণ্ডপে বিদ্যুতের বিলও ছাড় মিলবে । তাই,  মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে প্রতিটি মণ্ডপে মণ্ডপে তার ছবি সহ ফ্লেক্স টাঙ্গানোর আবেদন জানালেন বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায়। আর 13 দিন পর এই দুর্গ পুজোর ঢাকের কাঠি পড়বে।  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই রাজ্যের সমস্ত বিধায়কদেরনামে এলাকার অসহায় দুঃস্থ  মানুষজনদের কে পুজোর নতুন শাড়ি, ধুতি, ছোট ছেলেমেয়েদের জন্য সালোয়ার কামিজ, জামা, চুরিদার ও লুঙ্গি দেওয়ার জন্য  পৌঁছে দিয়েছেন। মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী তার কোটার মুখ্যমন্ত্রীর পাঠানো পুজোর পোশাক প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাভিত্তিক পাঠিয়ে দিয়েছেন। আজ 28 সেপ্টেম্বর 2021 মঙ্গলবার, মহিষাদল ব্লকের অন্তর্গত লক্ষা  -২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত এলাকার অসহায় দুঃস্থ মানুষদের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো দুর্গাপুজোর  নতুন পোশাক তাদের হাতে তুলে দেন প্রধান সীমা মাইতি এবং উপপ্রধান সুদর্শন মাইতি। রাজ্যের মুখ্যমন্ত্রীর পাঠানো দুর্গা  পুজোর নতুন পোশাক মহিষা দলের বিধায়ক এর মাধ্যমে পেয়ে খুবই খুশি ও আনন্দিত কালিকা কুন্ডু গ্রামের 75 বছরের বৃদ্ধ কার্তিক অধিকারী। সন্তান সম্ভবা দেবশ্রী পাহাড়ি ও তার ছোট (৬ ) ছেলে অমলেন্দু পাহাড়ি মুখ্যমন্ত্রীর পাঠানো পুজোর আগেই নতুন শাড়ি এবং জামা পেয়ে খুবই আনন্দিত।

No comments