Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্যাডেলে চাপ...আরিফ ইকবাল খান

পরিস্থিতি যেমন হোকনা  এগিয়ে যাওয়ার নাম জীবন। সাইকেলে কর্তা বসেছেন কবুতর নিয়ে। গিন্নী প্যাডেলে চাপ দিচ্ছেন। এরই নাম জীবনের প্রতি ভালোবাসা। এটি একটি সহজিয়া জীবন দর্শন। খাঁচার পাখি যাচ্ছে কোথায়? জল ঢুকেছে হয়তো ঘরে ? অন্য কোথাও…

 






পরিস্থিতি যেমন হোকনা  এগিয়ে যাওয়ার নাম জীবন। সাইকেলে কর্তা বসেছেন কবুতর নিয়ে। গিন্নী প্যাডেলে চাপ দিচ্ছেন। এরই নাম জীবনের প্রতি ভালোবাসা। এটি একটি সহজিয়া জীবন দর্শন। খাঁচার পাখি যাচ্ছে কোথায়? জল ঢুকেছে হয়তো ঘরে ? অন্য কোথাও । একটু যথার্থ ঠিকানার খোঁজে। নিশ্চিত ঠিকানা আছে? নাহলে কি পুরুষ মানুষটি এত নিশ্চিত ভাবে বসে থাকতে পারতেন?প্যাডেলে পা স্ত্রীর। অর্থাৎ মায়ের কাছেই উঠছেন উমা। কি কনফিডেন্স। ছেলে ও মেয়ে আগেই পৌঁছে গিয়েছে  হয়তো সেই ঠিকানায় । কি মনে হয়?

আসলে করোনা পরবর্তী এক আর্থ সামাজিক গবেষণা বলছে ,মধ্যবিত্ত ,নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে সম্পর্ক অনেক বেশি সহজ ,সরল অনেক বেশি ভালোবাসা মাখা।

 উচ্চ মধ্যবিত্ত বা বিত্তশালীদের জীবন অনেক বেশি চাহিদায়  

 জটিল হয়ে উঠছে। অবশ্য এর ব্যতিক্রম ও  আছে।অনেক স্বচ্ছল পরিবার অমল ভালোবাসা নিয়েই যাপন করেন। 

কিন্তু গবেষণা বলছে দারিদ্র্য ,অভাব- গরীব মানুষকে ভালোবাসতে শিখিয়েছে।

নারী ও পুরুষ যৌথ শক্তিতেই টিকে থাকার লড়াই করছেন। এটা আসলে সারভাইভাল টেকনিক। বংশ গতির  ধারাকে টিকিয়ে রাখার নব্য  বিবর্তন।

কাউন্সিলিং সেন্টারে আর কতজন যান তবু  যে চিত্র আসছে উঠে তাতে দেখা যাচ্ছে, আর্থিক ভাবে স্বচ্ছল পরিবারগুলির  মধ্যে জেলিং এর অভাব দেখা দিচ্ছে। পোশাকি শিক্ষা,সামাজিক পদমর্যাদার জন্য অনেকেই মনের মত জীবন অতিবাহিত করতে পারছেন না। ভালোবাসা আসলে একটা দর্শন। দামি গাড়ি বা সাইকেল কিছুই ম্যাটার করেনা। আসল হল জেলিং। 


No comments